পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তথ্য গোপনের অভিযোগ তুলে নিজেকে হাস্যকর করছেন দিলীপ : পার্থ চট্টোপাধ্য়ায় - corona news updates

ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রের তরফে প্রকাশিত তথ্য নিয়ে একাধিক বিভ্রান্তি তৈরি হয়েছে । দিলীপ ঘোষের অভিযোগ, তথ্য গোপন করছে সরকার । যদিও তা অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্য়ায়
পার্থ চট্টোপাধ্য়ায়

By

Published : Apr 15, 2020, 12:03 AM IST

Updated : Apr 15, 2020, 12:36 AM IST

কলকাতা, 14 এপ্রিল: কোরোনা নিয়ে তথ্য গোপন করার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ । আজ তা নিয়ে পালটা আক্রমণ তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, "রাজনীতিতে ভেসে থাকতে হবে বলে অবান্তর বিষয় আনছেন। নিজেই নিজেকে হাস্যকর করে তুলছেন দিলীপ।"

রাজ্য সরকারের কোরোনা তথ্যের সঙ্গে বিস্তর ফারাক তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্যে। বিশেষ করে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা নিয়ে ব্যাপক মতপার্থক্য তৈরি হয়েছে। রাজ‍্যের দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা মোট 110 । সেখানে কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা 190। রাজ্য সরকার তথ্য গোপন করছে বলে অভিযোগ তুলেছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন রাজ‍্য মানছে না বলে অভিযোগ তাঁর ।

দিলীপ ঘোষের এই অভিযোগের পালটা আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়ের । তিনি বলেন, "দিলীপবাবু আমাদের সরকার ও মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে বিরূপ মন্তব্য করে নিজেকে নিজে ছোটো করছেন। দিলীপবাবু এখন সময়টা রাজনৈতিক তর্ক-বিতর্ক, তরজা করবার নয়। মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষকে সাহায্য করে, মানুষের মনোবল বাড়িয়ে মানুষকে বাঁচানোর লড়াই আমাদের। এই লড়াইয়ে CPI(M), BJP, তৃণমূল ও কংগ্রেস দেখার সময় নেই । আপনি হয় কোনও কাজ করছেন না। না হয় রাজনীতিতে ভেসে থাকতে হবে বলে এধরনের অবান্তর বিষয় আনছেন।"

তথ্য গোপন নিয়ে পার্থর ব্যাখ্যা, "সরকার গোপনীয়তা বজায় রাখে না। যেটুকু গোপনীয়তা রাখার দরকার সেটুকু তার নিজের বিধির মধ্যেই তা থাকে। অথচ আপনি নিজে যা বলছেন, তা হাস্যকর করে তুলছেন। আমি আপনাকে অনুরোধ করব, রাজনৈতিক তরজা করে সংবাদে বেঁচে থাকার যে চেষ্টা করছেন তা কোনও সুস্থ মানুষের পরিচয় না।"

Last Updated : Apr 15, 2020, 12:36 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details