পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা : যথাযথ স্বাস্থ্য পরিকাঠামোর দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের DYFI-র - corona virus

কোরোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সুরক্ষা, পর্যাপ্ত পরিকাঠামো ও পরীক্ষার রিপোর্টের ক্ষেত্রে স্বচ্ছতা সহ একাধিক দাবিতে আজ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল DYFI ।

ছবি
ছবি

By

Published : Apr 21, 2020, 9:14 PM IST

কলকাতা, 21 এপ্রিল : কোরোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্যে যথাযথ পরীক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামোর দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করল DYFI । স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের যাতে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়া হয়, চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো ও পরীক্ষার রিপোর্টের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয় এইরকম একাধিক দাবিতে এই মামলা করা হয় । DYFI নেতৃত্বের অভিযোগ, এই মর্মে অতীতে একাধিকবার রাজ্য সরকারকে চিঠি দেওয়া হলেও চিকিৎসা ব্যবস্থায় কোনও পরিবর্তন হয়নি । তাই আজ এই মামলা করা হল ।

কোরোনা সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে রাজ্যজুড়ে। এই অবস্থায় রাজ্য সরকারের সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে DYFI। DYFI-র জ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, "আমাদের রাজ্যের প্রতিটি মানুষের সংবিধান স্বীকৃত স্বাস্থ্য পরিকাঠামো অধিকার পাওয়ার কথা বলা রয়েছে। কোরোনা ভাইরাসের পরীক্ষা ও সেই পরীক্ষার রিপোর্টের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় । সেই আর্জি জানিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।"

DYFI-র সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "কোরোনা সংক্রমণের র‍্যাপিড টেস্টিংয়ের ক্ষেত্রে কেরালা মডেল চালু করার জন্য আবেদন করা হয়েছে। কেরালা সরকারের মতো কিয়স্ক তৈরি করে এই পরীক্ষা সহজতর করার আর্জি জানানো হয়েছে। টেস্টের পরবর্তীতে ফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে জনস্বার্থ মামলায়। এর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার সংবিধান স্বীকৃত অধিকারের মধ্যেই প্রত্যেক মানুষের টেস্ট করার অধিকার সুরক্ষিত রাখার বিষয়টি জনস্বার্থ মামলা উল্লেখ করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলি অধিগ্রহণ করে রাজ্যে কোরোনা রোগ ব্যতীত অন্যান্য স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি স্বাস্থ্য পরিষেবা চালু রাখার আবেদন জানানো হয়েছে।"

অগ্রাধিকারের ভিত্তিতে মামলাটির শুনানি করার জন্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও আর্জি জানানো হয়েছে DYFI-র তরফে ।

ABOUT THE AUTHOR

...view details