কলকাতা, 21 এপ্রিল : কোরোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্যে যথাযথ পরীক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামোর দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করল DYFI । স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের যাতে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়া হয়, চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো ও পরীক্ষার রিপোর্টের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয় এইরকম একাধিক দাবিতে এই মামলা করা হয় । DYFI নেতৃত্বের অভিযোগ, এই মর্মে অতীতে একাধিকবার রাজ্য সরকারকে চিঠি দেওয়া হলেও চিকিৎসা ব্যবস্থায় কোনও পরিবর্তন হয়নি । তাই আজ এই মামলা করা হল ।
কোরোনা সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে রাজ্যজুড়ে। এই অবস্থায় রাজ্য সরকারের সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে DYFI। DYFI-র জ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, "আমাদের রাজ্যের প্রতিটি মানুষের সংবিধান স্বীকৃত স্বাস্থ্য পরিকাঠামো অধিকার পাওয়ার কথা বলা রয়েছে। কোরোনা ভাইরাসের পরীক্ষা ও সেই পরীক্ষার রিপোর্টের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় । সেই আর্জি জানিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।"