কলকাতা, 17 এপ্রিল : তামিলনাড়ু 5 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল সাংবাদিকদের। বলা হয়েছিল, কোরোনা সংক্রান্ত খবর কভার করতে গিয়ে আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হলে সাংবাদিকদের দেওয়া হবে ওই ক্ষতিপূরণ। এবার এগিয়ে এলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। সরকার স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকরা আরও 5 লাখ টাকার বিমা পাবেন বলে ঘোষণা করলেন তিনি। আগেই 5 লাখ টাকার বিমার সুবিধা পেতেন তাঁরা ।
সাংবাদিকদের জন্য আরও 5 লাখের বিমার ঘোষণা মুখ্যমন্ত্রীর - lockdown news updates
সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকরা পাবেন আরও 5 লাখ টাকার বিমার সুবিধা।
রাজ্যের স্বাস্থ্য কর্মীদের জন্য এর আগেই বিমার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যেখানে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সব মানুষকে বিমার আওতায় আনা হয়েছিল। বলা হয়েছিল ওষুধের রিটেল সাপ্লাইয়ের সঙ্গে যুক্তরাও পাবেন সেই বিমার সুবিধা। সেই বিমার পরিমাণ হবে 10 লাখ। এবার সাংবাদিকদের বিমার পরিমাণ বাড়ানো হল । আগেই রাজ্য সরকার স্বীকৃত সাংবাদিকরা 5 লাখ টাকার বিমার সুবিধা পেতেন। এবার তা বাড়িয়ে করা হল 10 লাখ টাকা।
কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একেবারে সামনের সারিতে যাঁরা আছেন, তাঁদের মধ্যে রয়েছেন সাংবাদিকরাও। মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার কিংবা প্রতিমুহূর্তের আপডেট পৌঁছে দেওয়ার কাজ তাঁরা করে চলেছেন প্রতিনিয়ত। জীবনের ঝুঁকি নিয়েই। তাঁদের জন্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব।