পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যেও কি শুরু করোনার সেকেন্ড ওয়েভ ? কী বলছেন চিকিৎসকরা - কোভিড বিধি নিয়ে কী বলছেন চিকিৎসকরা

রাজ্যের চিকিৎসকদের বক্তব্য়ে স্পষ্ট যে, করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে ৷ তবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার মতে, রাজ্যে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে ৷

ফের বাড়ছে কোরোনা, রাজ্যেও কি শুরু সেকেন্ড ওয়েভ?
ফের বাড়ছে কোরোনা, রাজ্যেও কি শুরু সেকেন্ড ওয়েভ?

By

Published : Mar 31, 2021, 8:29 AM IST

কলকাতা, 31 মার্চ : স্বাস্থ্য দফতর বলছে, এরাজ্যে এখনও করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়নি । নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি ‌‌। তবে, চিকিৎসকরা বলছেন, যে হারে করোনার সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে, তাতে এরাজ্যেও করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে । যদি সচেতন না হই, তা হলে ভোটের শেষ পর্বগুলি আর নির্বাচন পরবর্তী সময়ে, করোনার সংক্রমণ এরাজ্যে ভয়াবহ আকার ধারণ করতে চলেছে বলেও আশঙ্কা করা হয়েছে ।

স্বাস্থ্য মন্ত্রকের 30 মার্চের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশের মধ্যে সব থেকে বেশি করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে ‌। এর পরে রয়েছে পঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং গুজরাত । গত 24 ঘণ্টায় এ দেশে 56 হাজার 211 জন করোনায় আক্রান্ত । এই আক্রান্তদের 78.56 শতাংশ ওই 6টি রাজ্যের । এদিকে, পশ্চিমবঙ্গেও ফের দ্রুত বাড়ছে সংক্রমণ । এ রাজ্যেও কি করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে ? সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "আমাদের রাজ্যেও করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে । সরকারের তরফে এটা ঘোষণা করা উচিত । কিন্তু, তা করা হচ্ছে না । ঘোষণা না করার কারণে সাংঘাতিক ক্ষতি হবে । এর ফলে আবার লকডাউন শুরু করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে ।"

আরও পড়ুন : মুখের কোষেও হানা দেয় করোনা ভাইরাস, বলছে নতুন গবেষণা

রাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "প্রত্যেক দিন যে হারে সংক্রমণের সংখ্যা বাড়ছে, তাতে পশ্চিমবঙ্গে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে বলেই আমাদের ধারণা ।" তিনি আরও বলেন, "আমাদের রাজ্যে যেহেতু করোনা টেস্টের সংখ্যা অনেক কমে গিয়েছে, কন্ট্যাক্ট ট্রেসিং থেকে শুরু করে অন্য আর যা যা করা দরকার, সেগুলি যেহেতু একদমই কমে গিয়েছে, সেই জন্য আমরা ধরতে হয়তো পারছি না, এখনও রাজ্যের সতর্কতা নজরে পড়ছে না ।"

পশ্চিমবঙ্গেও করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে কি না, এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "একটা দেশে যখন করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়, তার থেকে আমাদের মতো ঘনবসতিপূর্ণ রাজ্য, বিশেষ করে যেখানে ভোট নিয়ে বিপুল কর্মযজ্ঞ চলছে সেই রাজ্য নিষ্কৃতি পেতে পারে না । আগের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলতে পারি, সারা দেশে সংক্রমণের ওয়েভের পিক আসার 4-6 সপ্তাহ পরে এরাজ্য করোনার সংক্রমণ পিকে পৌঁছয় । এবার অত সময় লাগবে না । যদি আমরা সচেতন না হই, তা হলে ভোটের শেষ পর্বগুলি আর নির্বাচন পরবর্তী সময়ে ভয়াবহ আকার নিতে ।"

যদিও এবিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় কুমার চক্রবর্তী বলেন, "এখনও শুরু হয়নি । করোনা সংক্রমণের সংখ্যা রাজ্যে বাড়ছে, তবে এখনও নিয়ন্ত্রণে রয়েছে ।" স্বাস্থ্য অধিকর্তা আরও বলেন, "করোনা প্রতিরোধের জন্য আমরা স্বাস্থ্যবিধি যদি মেনে চলি, বিশেষ করে বাইরে বের হলে সবসময় মাস্ক পরে থাকি তবে এই সংক্রমণ এড়াতে পারি ।"

ABOUT THE AUTHOR

...view details