কলকাতা, 18 এপ্রিল : লকডাউন অমান্য করে রাস্তায় । সাবধান ! পড়তে পারেন ভূতের মুখে । তবে শুধু ভূত নয়। পাশে দাঁড়িয়ে যমরাজ । বিশালাকার চেহারা । কাঁধে গদা, মাথা ভরা ঝাঁকড়া চুল। ইতিমধ্য়েই যাঁরা রাস্তা বেরিয়েছেন, সবাইকে তাড়িয়ে ঘরে ঢোকানো হচ্ছে । কোরোনা সচেতনতায় এবার অভিনব প্রচার প্রশাসনের । এগিয়ে এসেছেন যাত্রাপাড়ার শিল্পীরা । টালিগঞ্জ, ভবানীপুর, রাজা দীনেন্দ্র স্ট্রিট, শোভাবাজার, শ্যামবাজার, মানিকতলা চত্বরে সকাল থেকেই নানা সাজে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । কেউ সেজেছেন ভূত । কেউ বা রাক্ষস সেজে নখদন্ত বার করে ভয় দেখাচ্ছেন মানুষকে।
দিন দিন আরও বাড়ছে কোরোনা সংক্রমণ । লকডাউনের সময়সীমাও বাড়ানো হয়েছে । এই পরিস্থিতিতে নানাভাবে সাধারণ মানুষকে সচেতন করছে প্রশাসন । বারবার বলা হচ্ছে, অযথা কেউ যাতে বাইরে ঘুরে না বেড়ান । তারপরও শহরের নানা জায়গায় উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন মানুষজন । এবার তাঁদের সচেতন করতে অভিনব উদ্যোগ প্রশাসনের । এগিয়ে এসেছেন যাত্রাপাড়ার শিল্পীরাও । নানা এলাকায় বহু বহুরূপীও পথে নেমেছেন ।