কলকাতা, 28 এপ্রিল : এপর্যন্ত রাজ্যে কোরোনায় মৃত্যু হয়েছে 22 জনের । আজ নবান্নের সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি আরও জানান, রাজ্যে এপর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 522 । গত 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা 28 ।
গত দু'দিনের রাজ্যে আরও বেড়েছে আক্রান্তের সংখ্যা। আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, "গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 28 জন । গতকাল পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা ছিল 504, আজ তা বেড়ে দাঁড়িয়েছে 522 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 119 জন। সুস্থতার হার 18.1 শতাংশ। রাজ্যে এই মুহূর্তে কোরোনায় আক্রান্তের হার 5.3 শতাংশ। সুস্থ হয়েছেন 18.1 শতাংশ। "
রাজ্যে কোরোনার চিকিৎসা এবং পরিকাঠামো সম্পর্কে মুখ্যসচিবের বক্তব্য, "চিকিৎসার জন্য রাজ্যে মোট 66 টি কোরোনা হাসপাতাল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছেন 16,052 জন। সরকারি কোয়ারানটিনে রয়েছেন 5,388 জন। ইতিমধ্যেই রাজ্য়ের তরফে 4 লাখ PPE, 3 লাখ N95, 1.16 লাখ লিটার স্যানিটাইজ়ার সরবরাহ করা হয়েছে ।"
কোরোনা সংক্রমণ প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, "পুল সিস্টেমে কোরোনা পরীক্ষা চলছে । ইতিমধ্যেই 1100 জনের পরীক্ষা হয়েছে। রাজ্যে রেড জ়োনে রয়েছে চারটি জেলা। গ্রিন জ়োনে রয়েছে 8টি জেলা এবং অরেঞ্জ জ়োনে রয়েছে 11টি জেলা। এখনও পর্যন্ত রেড জ়োনে রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা ও হাওড়া । এই তিন জেলা থেকেই আক্রান্ত হয়েছে অধিকাংশ। মোট আক্রান্তের প্রায় 75 শতাংশই রয়েছে এখানে ।"
এছাড়াও রাজ্য়ের হাসপাতাল ও কোরোনা পরীক্ষার ক্ষেত্রে ল্যাবগুলিরও একটি পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যসচিব । যাবতীয় সমালোচনা, বিতর্ক উপেক্ষা করে রাজ্য যে একজোটে কোরোনা মোকাবিলায় লড়ছে আজ তা আবারও স্পষ্ট হয়ে উঠল মুখ্যসচিবের বক্তব্যে ।