কলকাতা, 11 জানুয়ারি: কাঁথি পৌরসভার টেন্ডার দুর্নীতি মামলায় (Tender Corruption Case) ইচ্ছাকৃতভাবে অভিযোগ দায়ের করার ঘটনার প্রেক্ষিতে গতকালের পর আজ কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা কাঁথি থানার আর এক পুলিশ আধিকারিকের (Contai PS)। সূত্রের খবর, গতকাল কাঁথি থানার দুজন পুলিশ আধিকারিক এসেছিলেন নিজাম প্যালেসে এবং তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন সিবিআই আধিকারিকরা (Kolkata CBI Office)। আজ কাঁথি থানার আর একজন পুলিশ কর্মীর আসার কথা রয়েছে নিজাম প্যালেসে ।
অভিযোগ, গত 28 ডিসেম্বর একটি সংস্থার সম্পাদকের অভিযোগের ভিত্তিতে ঠিকাদার রামচন্দ্র পাণ্ডার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় । পরে কাঁথি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে । মূলত পুলিশের তরফ থেকে সেই সময় জানানো হয় যে, তাঁর বিরুদ্ধে কাঁথি পৌরসভার টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল । এরপরেই এই ঘটনায় রাজনৈতিক রঙ লাগতে শুরু করে । গোটা ঘটনাটি নিয়ে রামচন্দ্র পাণ্ডা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ।