কলকাতা, 21 ডিসেম্বর : রাজ্যপাল আসুক পড়ুয়ারা চায় না, তাই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত হল যাদবপুরে । 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হবে । কিন্তু এবার সেখানে বিশেষ সমাবর্তন হবে না বলে আজ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল । তবে সোমবার এই সিদ্ধান্তের উপর সিলমোহর দেওয়ার কথা এক্সিকিউটিভ কাউন্সিলের কোর্টের ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, "ছাত্ররা আমাদের জানিয়েছে, রাজ্যপাল আসুক সেটা তারা চায় না । তাই আমরা বাধ্য হয়ে স্পেশাল কনভোকেশন স্থগিত রাখলাম । আগামী সোমবার কোর্টের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে । সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে । "
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ চাইছেন না রাজ্যপাল সমাবর্তনে আসুন । আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় এলে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছিল বিভিন্ন ছাত্র সংগঠন । সূত্রের খবর, এজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছে ছাত্রছাত্রীরা । আচার্য তথা রাজ্যপাল সমাবর্তনে এলে তাঁকে কালোপতাকা দেখানো, গো-ব্যাক স্লোগান দেওয়া হবে বলে ঠিক করেছিল ছাত্র-ছাত্রীরা ।
রেজিস্ট্রার জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা লিখিত আবেদনে জানিয়েছে, রাজ্যপালকে সমাবর্তনে যেন আমন্ত্রণ না জানানো হয় । রাজ্যপালকে ঘিরে এই অনিশ্চয়তার আবহাওয়া তৈরি হওয়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তায় পড়ে । তাই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে । সম্প্রতি কল্যাণীর হরিণঘাটায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনও স্থগিত রাখা হয়েছে । সেখানেও রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাতের জন্য সমাবর্তন স্থগিত করে দিয়েছিল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।