কলকাতা, 21 অক্টোবর: সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবি সম্বলিত পোস্টার সরানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ কে বা কারা এই কাজ করেছে, বা কেন এমন করা হল যদিও তা এখনও স্পষ্ট নয় ৷ এই বিষয়টি নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তাঁর কথায়, "জেপি নাড্ডা শুধু বিজেপির সভাপতি নন, তিনি বাংলার জামাইও ৷ তাই তাঁকে দুর্গাপুজোয় দলের পক্ষ থেকে বাংলায় আমন্ত্রণ করা হয়েছে ৷ তবে এতে অনেকে খুব কষ্ট হয়েছে তার ছবি সরিয়ে দেওয়া হয়েছে । আবার অনেকে সমালোচনা করছে । পশ্চিমবঙ্গের মানুষ উদার তাই বাংলায় বাংলা জামাই ঠাকুর দেখতে এলে তাঁকে তো স্বাগত জানানো উচিত । সেই সংস্কৃতি অনেকেই পালটে দেওয়ার চেষ্টা করছে।"
দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে এসেছেন জেপি নাড্ডা ৷ এর আগে সোমবার এই সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে গড়ে ওঠা মণ্ডপ উদ্বোধনে এসেছিলেন বিজেপির শীর্ষ নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শনিবার, সপ্তমীর দিন সকালেই কলকাতা বিমানবন্দরে নামেন জেপি নাড্ডা ৷ তারপর থেখেই এদিন একের পর এক পুজো মণ্ডপে গিয়েছেন তিনি ৷ করেছেন প্রতীমা দর্শন ৷ তাঁকে সঙ্গ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ।