কলকাতা, 18 সেপ্টেম্বর:নীতি নির্ভর পার্টি । নীতির সঙ্গে লড়াই । সিপিআইএম যতই এসব বুলি আওড়াক না কেন, কাজে কিন্তু অন্য রকম দেখা যাচ্ছে । আর তাতেই পঞ্চায়েত নির্বাচনের আগে ফের মুখ বা নেতা/নেত্রী তৈরির চেষ্টা হচ্ছে বলেও মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা ।
ছাত্র নেতা আনিশ খান হত্যা, বেকারের চাকরি-সহ একাধিক দাবিতে আগামী 20 সেপ্টেম্বর ধর্মতলায় 'ইনসাফ সভা' ডেকেছে ডিওয়াইএইআই ও এসএফআই (DYFI-SFI) । এই সভার সমর্থনে ইতিমধ্যে রাজ্য জুড়ে হাফ সেঞ্চুরি মিছিল ও পথসভা হয়েছে । সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার চলছে । আর সেখানেই লেখা এই সভাটি 'ডেকেছেন ক্যাপ্টেন মীনাক্ষী' (Controversy over post in socila media) । এনিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে । কারণ, বাম পন্থায় সর্বদা নীতিই শেষ কথা বলে। নীতির সঙ্গেই লড়াই তাদের । তাহলে কেন কাউকে 'মুখ' করে জন সমর্থন কুড়তে চাইছে সিপিআইএম? উত্তরে কিন্তু ভিন্ন কথায় বলছেন সিপিএম নেতারা ।
সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "সংগঠিতভাবে আমাদের সংগঠনে এ ধরনের কাজ করে না । কিন্তু সাধারণভাবে ছাত্র-যুবরা যদি ভরসা পায়, তাছাড়া যে কোন টিমে কাউকে না কাউকে সামনে রাখে ৷ সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের সম্পাদককেই সামনে সারিতে রাখবে । তাই সম্পাদক ডেকেছেন বললে যদি বেঠিক না হয় তাহলে ক্যাপ্টেন ডেকেছেন বললে বেঠিক হবে কেন? ক্যাপ্টেন মীনাক্ষী না বলেও ক্যাপ্টেন ধ্রুব, ক্যাপ্টেন সৃজন কিংবা ক্যাপ্টেন প্রতিকুর বলতেই পারে ।"