পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jadavpur University: ফিন্যান্স অফিসারের মেয়াদ বৃদ্ধিকে ঘিরে ফের বিতর্ক যাদবপুরে - ফিন্যান্স অফিসার

Jadavpur University finance officer: ফিন্যান্স অফিসারের মেয়াদ বৃদ্ধিকে ঘিরে ফের বিতর্ক বাঁধল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ ঠিক কী হয়েছে, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

Jadavpur University
যাদবপুর বিশ্ববিদ্যালয়

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 5:56 PM IST

কলকাতা, 16 নভেম্বর: আবারও রাজ্য সরকারের সঙ্গে বিতর্কে জড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারের কার্যকালের মেয়াদ বৃদ্ধি ঘিরে এ বার বিরোধ বাঁধল দু'পক্ষের । অবসরের সাতদিন পর রাজ্য সরকারের তরফ থেকে ফিন্যান্স অফিসারকে মেয়াদ বাড়ানোর চিঠি পাঠানো হয়েছে । যাকে আইনবিরোধী বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য বুদ্ধদেব সাউ । তাঁর কথায়, সাতদিন হয়ে যাওয়ার পর এই চিঠি কোনও মতেই আইনগত ভাবে স্বীকৃত নয় ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসার ছিলেন গৌরকৃষ্ণ পট্টনায়ক । 26 বছর ধরে সেই দায়িত্ব সামলে যাচ্ছেন তিনি । তবে তাঁর চাকরির মেয়াদ ছিল 31 অক্টোবর পর্যন্ত । 2017 সালের আইন অনুযায়ী, তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করতে পারে একমাত্র রাজ্য সরকার । রাজ্য সরকারের তরফ থেকে সেই চিঠি এসেছে 7 নভেম্বর । সেই চিঠিতে লেখা হয়েছে, আগামী এক বছরের জন্য তিনিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারের দায়িত্ব সামলাবেন ।

এই চিঠি কোনও ভাবেই মেনে নিচ্ছেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ । তাঁর কথায়, "আমরাও চেয়েছিলাম তাঁর মেয়াদ বাড়াতে । কিন্তু সেই সময়ে অনেক চেষ্টা করেও সেটা হয়নি । অবশেষে তাঁর অবসরের 7 দিন পর রাজ্য সরকারের থেকে চিঠি আসে । এই চিঠি নিয়মবহির্ভূত । আইনে এই চিঠি মানা যায় না । আগে যদি করত তাহলে নিয়মের মধ্যে থাকত, কোনও অসুবিধাই হত না ।"

যদিও এর একদমই বিপরীত কথা শোনা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটার মুখে । জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "সরকারের এই নির্দেশিকা সম্পূর্ণ আইনি । বেআইনের কোনও জায়গায় নেই । এর আগে, এ রকম ঘটনা অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে হয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ের পরিশ্রমী অফিসারের সম্মানহানি করা হচ্ছে । যাঁরা এই ধরনের কথা বলছেন, তাঁদের নিশ্চয়ই ব্যক্তিগত কোনও এজেন্ডা রয়েছে ৷ গৌরকৃষ্ণ পট্টনায়কের মতো মানুষ বিশ্ববিদ্যালয়ে থাকলে বিশ্ববিদ্যালয়ের ভালো হবে ।"

আরও পড়ুন:

  1. যাদবপুরের কর্মসমিতির বৈঠক ঘিরে বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ ব্রাত্যর
  2. 12 ঘণ্টার কর্মসমিতির বৈঠকেও মিলল না রফাসূত্র, অসুস্থ উপাচার্য

ABOUT THE AUTHOR

...view details