কলকাতা, 14 মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথমদিনই প্রশ্নপত্র বিভ্রাট ৷ মঙ্গলবার উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে একটি ভুল তথ্য অনুসন্ধান করে ছাত্রছাত্রীরা। রচনা বিভাগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্পর্কিত একটি ভুল তথ্য নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আদতে নেতাজি আইসিএস ডিগ্রি অর্জন করেছিলেন। স্বভাবতই প্রশ্নপত্র ঘিরে শুরু হয়েছে বিতর্ক (Controversy arised on bengali question paper regarding Subhash Chandra Bose)। বিশেষজ্ঞদের তরফে এ সংক্রান্ত একাধিক পোস্টের দেখা মিলছে সোশাল মিডিয়ায়। সকলের একটাই কথা, "সংসদের সতর্ক হওয়া উচিত ছিল।"
মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ ছিল প্রথম ভাষার পরীক্ষা (যা সিংহভাগ ছেলেমেয়েরই বাংলা) ৷ বাংলা রচনা লেখার ক্ষেত্রে বেশ কিছু তথ্য দেওয়া থাকে, সেগুলিকে ব্যবহার করে প্রবন্ধ লিখতে হয় পরীক্ষার্থীদের ৷ সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে দেওয়া একটি তথ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নেতাজির উচ্চশিক্ষার পয়েন্ট হিসেবে প্রশ্নপত্রে বলা হয় তিনি আইএএস (IAS) পরীক্ষায় উত্তীর্ণ ৷ যা সম্পূর্ণ ভুল। আইএএস-এর পুরো অর্থ হল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। কিন্তু সুভাষ বসু 1919 সেপ্টেম্বরে ভারত ছেড়ে ইংল্যান্ডে পাড়ি দেন উচ্চশিক্ষার উদ্দেশে ৷ সেখানে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হন ৷