কলকাতা , 13 ডিসেম্বর : দক্ষিণে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল বরানগর হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে । কাজ প্রায় শেষ । সেই অংশে এবার স্টেশনের নামের বোর্ড নিয়ে তৈরি হল বিতর্ক । যদিও , তা একেবারেই অনর্থক বলে উড়িয়ে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ । এতে কিছুটা হলেও রাজনৈতিক গন্ধ রয়েছে বলে মনে করছেন একাংশ ।
বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন দু'টি প্রায় প্রস্তুত । স্টেশনে নামের বোর্ড লাগানো হয়েছে । তবে সেই গোল বোর্ডটির ঠিক মাঝে বড় হরফে হিন্দিতে লেখা হয়েছে স্টেশনের নাম । ঠিক তার নিচে তুলনামূলক ছোটো হরফে ইংরেজিতে স্টেশনের নাম লেখা হয়েছে । তার থেকেও ছোটো করে লেখা হয়েছে বাংলায় । ফলে এই নিয়ে অসন্তোষ ছড়িয়েছে একাংশের মধ্যে।
ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনগুলির নামের বোর্ডের ক্ষেত্রে বাংলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন অনেকে । তাঁদের মতে বাংলা ভাষাকে অবহেলা করে গুরুত্ব দেওয়া হচ্ছে হিন্দি ও ইংরেজিকে । ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পাঁচটি স্টেশন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত নামের বোর্ড নিয়ে কোনও সমস্যা হয়নি । তবে ফুলবাগান স্টেশন থেকেই আঞ্চলিক ভাষাকে লঘু করে হিন্দি ও ইংরেজির আধিপত্য দেখা গেছে ।
একরেলপ্রেমী সংগঠনের সদস্যঅর্কপল সরকার মনে করছেন , সল্টলেক সেক্টর ফাইভ থেকে শুরু করে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত কোনও সমস্যা ছিল না । তবে ফুলবাগান স্টেশন থেকেই শুরু হয় সমস্যা । গোড়ার দিকে বাংলায় ফুলবাগান স্টেশনের নামই রাখা হয়নি । বহু ঝামেলার পর অবশেষে বাংলায় নামটি লেখা হয়।
তিনি আরও বলেন , "ইতিমধ্যেই এই দু'টি স্টেশনের বাংলায় নামকে প্রাধান্য দেওয়ার জন্য মন্ত্রককে অনেকবার টুইট ও মেল করতে হচ্ছে আমাদের । পশ্চিমবঙ্গে বাংলা ভাষা অগ্রাধিকার পাবে সেটাই তো স্বাভাবিক । কিন্তু এই স্টেশনগুলির ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি ।"
আরও পড়ুন , নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো কাজ বাকি, 25 শে উদ্বোধন নয়