কলকাতা, 22 সেপ্টেম্বর:রাজ্যে দুর্গাপুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা-সহ গোটা রাজ্যে পুজো সামনে রেখে প্রস্তুতি চলছে জোরকদমে। দুর্গাপুজো নিয়ে এবার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন ৷ অন্য দিনের তুলনায় পুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় এমনিতেই জনসমাগম বেশি হয় ৷ তাই কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই প্রস্তুত হচ্ছে প্রশাসন ৷
সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে নবান্নের এই বিশেষ কন্ট্রোলরুম খোলার কথা ঘোষণা করা হল বৃহস্পতিবার। কন্ট্রোলরুম চতুর্থীর দিন থেকেই চালু হয়ে যাবে। থাকছে 24 ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর। এই নম্বরে ফোন করলেই মিলবে বিভিন্ন ধরনের সাহায্য। 22143526 এই হেল্পলাইন নম্বর পুজোর দিনগুলিতে চালু থাকবে বলে জানা গিয়েছে। তবে শুধু দুর্গাপুজো নয়, কালীপুজো ও ছট পুজোর সময়ও এই কন্ট্রোলরুম চালু থাকবে বলে নবান্ন সূত্রে খবর ।
আরও পড়ুন : মহালয়ার আগেই কলকাতার বেহাল রাস্তার হাল ফেরানোর নির্দেশ মেয়র ফিরহাদের