কলকাতা, 26 মার্চ:বসন্তেও শ্রীহীন কলকাতার পৌর উদ্যানগুলি ! দেখলেই বোঝা যাবে, দিনের পর দিন বাগান পরিচর্যা করা হচ্ছে না ! কিন্তু, কেন এই দশা ? তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকেই বন্ধ 300 জন মালির বেতন ৷ এঁরা সকলেই কলকাতা পৌরনিগমের চুক্তিভিত্তিক কর্মী ৷ গত তিনমাস ধরে কোনও বেতন পাচ্ছেন না তাঁরা (KMC Gardeners Salary Problem) ৷ জমা পড়ছে না ভাতার টাকাও ৷ ফলে সংসার টানতে ঋণের জালে জড়িয়ে পড়ছেন তাঁরা ৷ সমস্যা মেটাতে অবিলম্বে মেয়র ফিরহাদ হাকিমের হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগীরা ৷
এই অবস্থায় প্রায় রোজই পৌরনিগমের উদ্যান বিভাগের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা ৷ নিজেদের সমস্য়া তুলে ধরছেন ৷ কিন্তু, তাতে লাভ কিছুই হয়নি ৷ অন্যদিকে, নিয়মিত পরিচর্যা না পেয়ে পৌরনিগমের উদ্যানগুলিতে বাড়ছে আগাছার জঙ্গল ৷ বিষয়টি নিয়ে যথেষ্ঠ অস্বস্তিতে পড়েছে পৌর কর্তৃপক্ষ ৷ যদিও তাদের আশ্বাস, আগামী এক সপ্তাহের মধ্যেই এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে ৷
পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, যে ঠিকাদার সংস্থা এই চুক্তিভিত্তিক মালিদের নিয়োগ করেছে, তাদের নিজস্ব কিছু আইনি জটিলতার কারণেই এই সমস্যার সূত্রপাত ৷ 2022 সালের শেষের দিকে এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পৌরনিগম কর্তৃপক্ষ ৷ সেই চুক্তির আওতায় নতুন করে 290 জন মালি নিযুক্ত হন ৷ প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই-এর জন্য বরাদ্দ টাকা কাটা যাওয়ার পর এই চুক্তিভিত্তিক মালিরা মাসে কম-বেশি 8 হাজার 500 টাকা করে বেতন পান ৷ কিন্তু, গত জানুয়ারি মাস থেকে সেই বেতন বন্ধ ! তবে, মাঝে গত ফেব্রুয়ারি মাসে প্রত্যেককে 3 হাজার টাকা করে দেওয়া হয়েছিল !