পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিশ্রুতি পেয়েও বেতন বাড়েনি, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে জমায়েত চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের - tmc

নাকতলায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে জমায়েত চুক্তিভিত্তিক 500 কম্পিউটার শিক্ষকের। বাড়ি থেকে বেরোনোর সময় তাঁদের সমস্যা শুনে তা মেটানোর আশ্বাস দেন পার্থ চ্যাটার্জি ।

জমায়েত চুক্তিভিত্তিক 500 কম্পিউটার শিক্ষকের

By

Published : Jul 13, 2019, 7:34 PM IST

কলকাতা, 13 জুলাই: শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে জমায়েত চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের । আজ সকাল 10টা নাগাদ বিভিন্ন জেলা থেকে আসেন প্রায় 500 জন ICT@School প্রকল্পের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক । নাকতলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে জমায়েত করেন। তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান । পার্থবাবু বাড়ি থেকে বেরোনোর সময় তাঁদের সঙ্গে কথা বলেন । সমস্যাগুলি শোনেন ও 15 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন । এরপর আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করে নেন কম্পিউটার শিক্ষকরা ।

ওয়েস্ট বেঙ্গল ICT@School কম্পিউটার টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট শুভজিৎ অধিকারী বলেন, "গত 2 এপ্রিল আমরা যে কম্পানির দ্বারা নিযুক্ত হয়েছিলাম, সেই কম্পানির দ্বারা কার্যত শোষিত হয়েছিলাম । আমাদের 40 জন অসুস্থ হয়ে পড়েছিলেন । 39 জনের নামে কেস চলছিল । এই ব্যাপারে আমাদের শিক্ষামন্ত্রী ভোটের আগে আশ্বস্ত করেছিলেন । ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন । ওই কম্পানি ছাড়িয়ে গভনর্মেন্ট সেন্টারে আনারও প্রতিশ্রুতি দিয়েছিলেন । প্রতিশ্রুতি মতো আমরা ফিরে যাই। তারপরে শিক্ষামন্ত্রীর সঙ্গে অনেকবার দেখা করার চেষ্টা করি। কিন্তু উনি কোনও মতেই আমাদের সঙ্গে দেখা করার চেষ্টাও করছেন না । তাই আজ সবাই মিলে একত্রিত হয়েছি । ওঁর সঙ্গে দেখা করে আমাদের দাবিগুলো জানাতে চেয়েছিলাম । আমরা কম্পানিগুলোকে হটিয়ে সরকারের অধীনে আসার চেষ্টা করছি । এছাড়াও আমাদের কেসের একটা বিহিত চাইছি । যতক্ষণ না শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করছেন বা আমাদের কোনও আশার বাণী দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।"

2003 সালে ICT@school প্রকল্পের অধীনে পাঁচ বছরের চুক্তিতে দফায় দফায় প্রায় 6500 কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে স্কুলগুলিতে । তাঁদের বেতন 52 দিনে 4500টাকা । পাঁচ বছরের মেয়াদ শেষের পর অনেক শিক্ষককে কাজ হারাতে হয়েছিল । তাই তাঁরা চুক্তির মেয়াদ ও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন । ফলস্বরূপ তাঁদের চুক্তির মেয়াদ বেড়েছে । কিন্তু, তারপরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার বেতন বৃদ্ধির বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলেও এখনও পর্যন্ত তাঁদের বেতন বাড়েনি । রাজ্যের স্কুলগুলিতে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বেতনের জন্য ICT@school প্রকল্পে সরকার থেকে টাকা বরাদ্দ করা হয় । শিক্ষকদের অভিযোগ, যত টাকা বরাদ্দ করা হয় সেই তুলনায় তাঁদের অনেক কম বেতন দেওয়া হয় । তিনটি বেসরকারি সংস্থা IL&FS, Extra Marks, SCES-এর মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে প্রকল্পটি চালানো হয়। গত 2 এপ্রিল বেতন বৃদ্ধির দাবিতে প্রায় 1500 শিক্ষক মিন্টো পার্কে IL&FS-এর অফিস ঘেরাও করে অবস্থান করেছিলেন । ওইদিন পুলিশ তাঁদের উপর লাঠিচার্জও করে । অসুস্থ হয়ে পড়েন অনেক শিক্ষক-শিক্ষিকা । তারপরে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে গিয়েও অবস্থান করেন তাঁরা। সেদিন শিক্ষামন্ত্রীর আশ্বাসে অবস্থান তুলে নিলেও বেতনের বিষয়ে সুরাহা হয়নি । তাই আজ আবার শিক্ষামন্ত্রীর বাড়ির বাইরে জমায়েত করেন তাঁরা।

আজ প্রথমে আন্দোলনরত কম্পিউটার শিক্ষকদের সঙ্গে দেখা করতে চাননি পার্থবাবু । তবে বাড়ি থেকে বেরোনোর সময় তাঁদের সঙ্গে দেখা করেন তিনি । আশ্বাসও দেন । এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ICT@School কম্পিউটার টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি স্বরূপ পান বলেন, "15 দিনের মধ্যে আমাদের বেতন নিয়ে কিছু করবেন বলেছেন । ওঁর এক নিকটাত্মীয়ের মৃত্যু হয়েছে । বেরোনোর সময় উনি আমাদের সঙ্গে কথা বলেছেন । পাঁচ মিনিট সময় দিয়েছিলেন । ওই কম্পানিগুলিকে ডাকবেন বলে জানিয়েছেন । আমাদের কেন বেতন দেওয়া হচ্ছে না, আমরা কেন বেতন বয়কট করেছি জানতে চাইবেন বলেও আশ্বাস দিয়েছেন । এছাড়াও আমাদের বিষয়টি নিয়েও কথা বলবেন। যদি ওঁরা না করেন তাহলে এজেন্সি বাতিল করা হবে । বেতন বৃদ্ধি করতে হবে । এই ব্যাপারটা উনি মেনে নিয়েছেন । পুরো বিষয়টা 15 দিনের মধ্যে দেখার আশ্বাস দিয়েছেন ।" শিক্ষামন্ত্রীর আশ্বাসে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করে নেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা ।

ABOUT THE AUTHOR

...view details