পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়া এগজ়িকিউটিভ পদে নিয়োগ করছে PIB - contract basis Recruitment in a Press Information Bureau (PIB) regional offices

সোশাল মিডিয়া এগজ়িকিউটিভ পদে নিয়োগ করছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়রিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড ৷ নিয়োগ করা হবে প্রেস ইনফরমেশন বিউরোর আঞ্চলিক অফিসগুলিতে ৷

contract basis Recruitment in a Press Information Bureau (PIB) regional offices
সোশাল মিডিয়া এগজ়িকিউটিভ পদে নিয়োগ করছে PIB

By

Published : Sep 2, 2020, 7:01 AM IST

সোশাল মিডিয়া এগজ়িকিউটিভ পদে নিয়োগ করছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়রিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড ৷ নিয়োগ করা হবে প্রেস ইনফরমেশন বিউরোর আঞ্চলিক অফিসগুলিতে ৷ শুধুমাত্র ইন্টারভিউ পদ্ধতির মাধ্যমেই নিয়োগ করা হবে ৷ এই পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে ৷

শিক্ষাগত যোগ্যতা -যে কোনও অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে স্নাতক ডিগ্রি থাকতে হবে ৷ ইংরেজি ও আঞ্চলিক ভাষায় কথা বলার ক্ষমতা থাকতে হবে ৷ ইন্টারনেট, MS ওয়ার্ড , এক্সেল ও গ্রাফিক ডিজ়াইনিং করতে জানতে হবে ৷ যে কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবে কাজ করতে জানতে হবে ৷ পাশাপাশি, আঞ্চলিক ভাষায় টাইপ করতে জানতে হবে ৷ এছাড়াও এই কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷

বেতন -36,000 টাকা ৷

অ্যাপ্লিকেশন ফি -জেনেরাল প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 750 টাকা ৷ OBC প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 750 টাকা । SC/ST প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 450 টাকা ৷ প্রাক্তন কর্মীদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 750 টাকা ৷ মহিলাদের প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 750 টাকা ৷ EWS প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 450 টাকা ৷ অ্যাপ্লিকেশন ফি একবার দেওয়া হলে তা ফেরৎ দেওয়া হবে না ৷

আবেদন করার প্রক্রিয়া -আগ্রহী প্রার্থীদের www.becil.com অথবা https://becilregistration.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে করতে হবে ৷ প্রার্থীদের নিজস্ব ইমেইল থাকতে হবে ৷ উপরের ওয়েবসাইটে কেরিয়ার সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ৷ আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে যান ।

গুরুত্বপূর্ণ তারিখ -আবেদন করার শেষ তারিখ 14 সেপ্টেম্বর 2020 ৷

যে আঞ্চলিক অফিসগুলিতে নিয়োগ করা হবে ও আঞ্চলিক অফিসগুলিতে পদগুলি হল -

হায়দরাবাদ - 1

বেঙ্গালুরু - 1

জম্মু - 1

মুম্বই - 1

আহমেদাবাদ - 1

জয়পুর - 1

পানাজি - 1

কলকাতা - 1

ভুবনেশ্বর - 1

পাটনা - 1

রাঁচি - 1

গুয়াহাটি - 1

আবেদন করতে কোনওরকম প্রযুক্তিগত সমস্যা হলে অনলাইনে এই দুটি মেইল আইডি তে যোগাযোগ করতে হবে ৷

1. khuswindersingh@becil.com

2. hrsection@becil.com

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ৷

For All Latest Updates

TAGGED:

JOB

ABOUT THE AUTHOR

...view details