কলকাতা, 14 অগস্ট: ব্রেইল ব্যবস্থার উন্নতি করতে নির্দেশ দেওয়া হলেও বিগত পাঁচ বছরে কোনও পদক্ষেপ করেনি রাজ্য ৷ এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট । উচ্চ আদালতের দেওয়া নির্দেশ অমান্য করায় শিক্ষা দফতরের দুই সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল হাইকোর্ট । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সোমবার এই রুল জারি করে ।
রুল জারি হয়েছে উচ্চ শিক্ষা দফতর ও স্বাস্থ্য দফতরের মুখ্যসচিবের বিরুদ্ধে । কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ 2018 সালে অন্ধদের শিক্ষার মূল হাতিয়ার ব্রেইল ব্যবস্থাকে উন্নত করার নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতরকে । সেই নির্দেশ এতদিনেও পালন না করায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন মামলাকারী ।
রাজ্য কেন এতদিনেও হাইকোর্টের নির্দেশ কার্যকর করেনি ? ক্ষুব্ধ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে আদালতের নির্দেশকে অত্যন্ত হালকাভাবে নেওয়া হয়েছে ৷ সেই জন্য দুই দফতরের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে আদালত ।