কলকাতা, 11 সেপ্টেম্বর : কলকাতায় ফের বাড়ছে সংক্রমণ ৷ বেশ কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ 100-র উপর রয়েছে ৷ এই পরিস্থিতিতে ফের কনটেনমেন্ট জ়োন চালু হতে পারে শহরে । শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রের এলাকার 63 নম্বর ওয়ার্ডে নাকি করোনা ধরা পড়েছে ৷ ফলে সংকটজনক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । এই নিয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী একটি রিপোর্টে তুলে দেন ফিরহাদ হাকিমের কাছে ।
সরকারি হিসেবে কলকাতা পৌরনিগমের 9টি বোরোর 47টি ওয়ার্ডে গত 14 দিনে 10 জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আর এই 9টি ওয়ার্ডের মধ্যে 8টি ওয়ার্ড দক্ষিণ কলকাতার ও দক্ষিণ কলকাতার শহরতলি এলাকায় । 9টি বরো হল-
- বরো 3- ওয়ার্ড নম্বর 31, 32,33
- বরো 7 - ওয়ার্ড নম্বর 58,63,65,67
- বরো 8 - ওয়ার্ড নম্বর 68,69, 85,86
- বরো 10- ওয়ার্ড নম্বর 100, 96,95, 93,97,98,94,81,99
- বরো 11- ওয়ার্ড নম্বর 104,110,111,112,113,114
- বরো 12- ওয়ার্ড নম্বর 101,106,107,108, 109
- বরো 13- ওয়ার্ড নাম্বার 118,120,122
- বরো 14- ওয়ার্ড নম্বর 121,127,128,129,130,131
- বরো 16- ওয়ার্ড নম্বর 123,124,125,126,143 এই রিপোর্টি ফিরহাদ হাকিমের কাছে জমা দেওয়া হয়েছে