পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা

কলকাতার 16টি এলাকাকে নতুন করে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । সেগুলি হল 33 নম্বর ওয়ার্ডের 98বি সুরেন সরকার রোড, 37/H/1 সুরেন সরকার রোড, 64/11বি সুরেন সরকার রোড, 32এ/41 থেকে 42 সুরেন সরকার রোড ।

কলকাতা
কলকাতা

By

Published : Aug 2, 2020, 12:18 AM IST

কলকাতা, 1 অগাস্ট : কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 37 । এরমধ্যে 16টি জায়গাকে নতুন করে চিহ্নিত করা হয়েছে । পুরোনো তালিকা থেকে বাদ গেছে 10টি এলাকা । এই 37টি জায়গায় কড়াকড়ি করে জারি করা হয়েছে লকডাউন ৷

কলকাতার যে 16টি এলাকাকে নতুন করে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল 33 নম্বর ওয়ার্ডের 98বি সুরেন সরকার রোড, 37/H/1 সুরেন সরকার রোড, 64/11বি সুরেন সরকার রোড, 32এ/41 থেকে 42 সুরেন সরকার রোড। অর্থাৎ রিয়েল কো-অপারেটিভ কোয়ার্টারের পুরোটাই চলে গেছে কনটেনমেন্ট জ়োনের আওতায় । 33 নম্বর ওয়ার্ডের 74 নম্বর নারকেলডাঙা মেইন রোড। ওই একই ওয়ার্ডের 86 এবং 87 নম্বর সুরেন সরকার রোড। বেলেঘাটা এলাকার সুরেন সরকার রোডে সংক্রমণ অনেকটাই ছড়িয়েছে । প্রশাসনের তরফে ওই এলাকায় বিশেষভাবে নজরদারি শুরু করা হচ্ছে । বেলেঘাটা ফুলবাগান এলাকার 30 নম্বর ওয়ার্ডের পি 13 সিআইটি রোড, 40 থেকে 45 নম্বর পর্যন্ত উপেন্দ্র ব্যানার্জি রোড চলে গেছে লকডাউনের আওতায় । ওই এলাকার 31 নম্বর ওয়ার্ডের 27 নম্বর কাঁকুড়গাছি সেকেন্ড লেন, 32 নম্বর ওয়ার্ডের পূর্বাশা হাউজ়িংয়ের একটা বড় অংশ, 34 নম্বর ওয়ার্ডের বারওয়ারিতলা রোড চলে গেছে কনটেনমেন্ট জ়োনের আওতায়। অর্থাৎ পূর্ব কলকাতার একটা বড় অংশে এই মুহূর্তে সম্ভবত গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। সংক্রমণ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। অন্যদিকে কলকাতার 71 নম্বর ওয়ার্ডের 70 নম্বর কাঁসারি পাড়া রোড, 80 নম্বর ওয়ার্ডের এক নম্বর তারাতলা রোড, 69 নম্বর ওয়ার্ডের 20 বি রোল‍্যান্ড রোডও, 77 নম্বর ওয়ার্ডের 17এ এবং 35 নম্বর ডেন্ট মিশন রোড, 123 নম্বর ওয়ার্ডের 31 নম্বর সন্তোষ রায় রোড ও সংলগ্ন বস্তি এই মুহূর্তে কনটেনমেন্ট জ়োনের আওতায়।

কলকাতায় 37টি এলাকার পাশাপাশি কয়েকটি জেলাতেও বেড়েছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । নদিয়ায় সংখ্যাটা 203 । হাওড়ায় এই মুহূর্তে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 91, দক্ষিণ 24 পরগনায় 79 । উত্তর 24 পরগনায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 110 । হুগলিতে 42, পূর্ব মেদিনীপুরে 25, পশ্চিম মেদিনীপুরে 129, পূর্ব বর্ধমান 162, মালদা 4, জলপাইগুড়িতে 13, দার্জিলিঙে 7, কালিম্পঙে 2, উত্তর দিনাজপুরে 84, দক্ষিণ দিনাজপুরের 11, মুর্শিদাবাদে 22, বাঁকুড়ায় 46, বীরভূমে 56, কোচবিহারে 3, পুরুলিয়ায় 64, আলিপুরদুয়ারের 48টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । জ়োনের সংখ্যা অনেকটাই বেড়েছে নদিয়া, উত্তর দিনাজপুর,পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় । আবার অনেকটাই কমেছে কালিম্পঙের মতো জেলাগুলিতে । একমাত্র ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় কোনও কনটেনমেন্ট জ়োন নেই।

ABOUT THE AUTHOR

...view details