কলকাতা, 5 মে : রাজ্যের পূর্ত দপ্তর সিদ্ধান্ত নিয়েছিল নতুন করে তৈরি হবে ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ । ফলে আশা করা হচ্ছিল, পুজোর আগে চালু হবে নতুন এই মাঝেরহাট ব্রিজ । কিন্তু লকডাউন শুরু হওয়ায় মাঝেরহাট ব্রিজ চালুর বিষয়ে সংশয় দেখা দেয় । অবশেষে সেই সংশয় কাটিয়ে গতকাল থেকে শুরু হয় মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ ।
শুরু মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ - আজ থেকে শুরু মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ
আশা করা হচ্ছিল পুজোর আগে চালু হবে নতুন এই মাঝেরহাট ব্রিজ । কিন্তু লকডাউন শুরু হওয়ায় মাঝেরহাট ব্রিজ চালুর বিষয়ে সংশয় দেখা দেয় । অবশেষে সেই সংশয় কাটিয়ে শুরু হল মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ ।
2018 সালের 4 সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ । এরপর সম্পূর্ণ নতুন করে মাঝেরহাট ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নেয় রাজ্যের পূর্ত দপ্তর । ফলে আশা করা হচ্ছিল, পুজোর আগে চালু হবে নতুন এই মাঝেরহাট ব্রিজ । কিন্তু লকডাউন শুরু হওয়ায় ব্রিজ চালুর বিষয়ে সংশয় দেখা দেয় । লকডাউনের মেয়াদ বাড়ায় সেই সংশয় আরও বাড়ে । কিন্তু সরকারের তরফে জানানো হয়, গ্রিন জ়োনগুলিতে লকডাউন খানিকটা শিথিল করা হবে । পাশাপাশি থমকে থাকা সরকারি প্রকল্পের কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া যায় কি না সেবিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইমতোই গ্রিন জ়োন হওয়ায় 50 শতাংশ কর্মী নিয়ে গতকাল থেকে শুরু হয় মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ । রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও অতিরিক্ত মুখ্যসচিব নবীন প্রকাশ-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা গিয়ে কাজের তদারকি করেন ।
মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ায় প্রায় 17 মাস ধরে যাতয়াত নিয়ে চরম সমস্যায় রয়েছেন তারাতলা, বেহালা, পর্ণশ্রী, মহেশতলা , বজবজ, পুজালি, ঠাকুরপুকুর, আমতলা, জোকা, পৈলান- সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা । ফলে পুজোর আগেই নতুন ব্রিজ উদ্বোধন করতে একপ্রকার মরিয়া হয়ে রয়েছে রাজ্য প্রশাসন ।
TAGGED:
মাঝেরহাট ব্রিজ