পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশ ও KMDA-র আপত্তিতে আপাতত স্থগিত পোস্তা উড়ালপুল ভাঙার কাজ

আজ রাত থেকেই শুরু হওয়ার কথা ছিল পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশ ভাঙার কাজ । কিন্তু, KMDA এবং কলকাতা পুলিশের আপত্তিতে আপাতত ৩ সপ্তাহ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ফাইল ফোটো

By

Published : Jul 8, 2019, 9:43 PM IST

Updated : Jul 8, 2019, 11:37 PM IST

কলকাতা, 8 জুলাই: কথা ছিল আজ রাত থেকেই শুরু হবে পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশ ভাঙার কাজ । নোটিফিকেশনও জারি হয়ে যায় । সেখানে জানানো হয়, আজ রাত 8টা থেকেই শুরু হবে কাজ । কিন্তু, পরে বদল হয় সিদ্ধান্ত । KMC, KMDA এবং কলকাতা পুলিশের যৌথ বৈঠকের পর আজ থেকে ভাঙার কাজ শুরুর বিষয়টি স্থগিত হয়ে যায় । মূলত KMDA এবং কলকাতা পুলিশের আপত্তিতে আপাতত ৩ সপ্তাহ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

লালবাজার সূত্রে খবর, ১০ জুলাই KMC, KMDA এবং কলকাতা পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখবে । এরপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, ভাঙার কাজ শুরু হলে বন্ধ করা হবে রাস্তা । বড়বাজারের ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারে। তাই বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের কী ব্যবস্থা করা যায় তা খতিয়ে দেখতে চান ট্র্যাফিকের সিনিয়র অফিসাররা । পাশাপাশি কাজের চূড়ান্ত নীল নকশা তৈরি করতে চায় KMDA । সেই সূত্রেই আপাতত কাজ স্থগিত করা হয়েছে বলে খবর ।

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

২০১৬ সালের ৩১ মার্চ । হঠাৎই ভেঙে পড়ে পোস্তার নির্মীয়মাণ বিবেকানন্দ সেতু । ঘটনায় ২৭ জনের মৃত্যু হয় । আহত হন অনেকেই । তারপরই বন্ধ করে দেওয়া হয় নির্মাণকাজ । সরকারের তরফে গঠিত তদন্ত কমিটি জানায় যে ওই স্থানে উড়ালপুল রাখা আশঙ্কাজনক হয়ে যাবে । তারপরই উড়ালপুলের বিপজ্জনক অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় ।

ফিরহাদ হাকিম বলেন, "পোস্তা ব্রিজের কিছু জায়গা অরক্ষিত রয়েছে । তাই ওই ব্রিজের অরক্ষিত অংশগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয় ।"

Last Updated : Jul 8, 2019, 11:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details