কলকাতা, 8 জুলাই: কথা ছিল আজ রাত থেকেই শুরু হবে পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশ ভাঙার কাজ । নোটিফিকেশনও জারি হয়ে যায় । সেখানে জানানো হয়, আজ রাত 8টা থেকেই শুরু হবে কাজ । কিন্তু, পরে বদল হয় সিদ্ধান্ত । KMC, KMDA এবং কলকাতা পুলিশের যৌথ বৈঠকের পর আজ থেকে ভাঙার কাজ শুরুর বিষয়টি স্থগিত হয়ে যায় । মূলত KMDA এবং কলকাতা পুলিশের আপত্তিতে আপাতত ৩ সপ্তাহ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
লালবাজার সূত্রে খবর, ১০ জুলাই KMC, KMDA এবং কলকাতা পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখবে । এরপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, ভাঙার কাজ শুরু হলে বন্ধ করা হবে রাস্তা । বড়বাজারের ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারে। তাই বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের কী ব্যবস্থা করা যায় তা খতিয়ে দেখতে চান ট্র্যাফিকের সিনিয়র অফিসাররা । পাশাপাশি কাজের চূড়ান্ত নীল নকশা তৈরি করতে চায় KMDA । সেই সূত্রেই আপাতত কাজ স্থগিত করা হয়েছে বলে খবর ।