কলকাতা, 7 ডিসেম্বর:এবার শহরের প্রতিটি সরকারি হাসপাতালের প্রতিটি গেটে কনস্টেবল রাখতে চায় লালবাজার। পুলিশি ভাষায় যাকে বলে প্রতি বিটে নজরদারি। চলতি সপ্তাহে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট ভাঙচুরের ঘটনার পর মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ে এই সিদ্ধান্ত লালবাজারের তরফ থেকে নেওয়া হয়েছে (Lal Bazar on Vandalism in SSKM Hospital)।
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর এ শহরে নতুন ঘটনা নয়। চলতি সপ্তাহে এসএসকেএম হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে । রোগীর আত্মীয়স্বজন ও পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট ভাঙচুর করেন। অভিযোগ এই ঘটনায় চিকিৎসকের গায়েও হাত তোলেন রোগীর আত্মীয়স্বজনরা । সেই ঘটনায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি বলেন, "এক্ষেত্রে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।" এই বিষয়ে মতামত জানতে সোমবার কলকাতা পুলিশের ন'টি ডিভিশনের ডিসি-সহ প্রত্যেক থানার ওসি এবং সরকারি হাসপাতালের আউট পোস্টের ওসিদের নিয়ে একটি মিটিং করেন নগরপাল। সেখানেই পুলিশ আধিকারিকদের কাছ থেকে বিনীত গোয়েল জানতে চান যে, সরকারি হাসপাতালে নিরাপত্তার জন্য আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে ?