কলকাতা, 4 অগাস্ট : কলকাতা শহরজুড়ে এখন পুলিশের রীতিমতো বজ্র আঁটুনি। লকডাউনের দিনগুলো তো বটেই, কনটেনমেন্ট জ়োন নিয়ে সদা জাগ্রত সাদা উর্দিধারীরা। রাজপথেও মাস্ক ব্যবহার নিয়ে কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ। আজ নজরুল মঞ্চের টিকিট কাউন্টারের কাছে ডিউটি করছিলেন সাউথ- ইস্ট ট্রাফিক গার্ডের কনস্টেবল জয়দেব হাজরা। বয়স 35 বছর। হঠাৎই তার মাথার উপর ভেঙ্গে পড়ে মোটা একটি গাছের ডাল। কেউ কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তার সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে নিয়ে যায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে।
ডিউটিরত কনস্টেবলের মাথায় ভেঙে পড়ল গাছ - Constable
ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে সাউথ- ইস্ট ট্রাফিক গার্ডের কনস্টেবল জয়দেব হাজরার। আজ সকালে নজরুল মঞ্চের টিকিট কাউন্টারের কাছে ডিউটি করছিলেন তিনি। আর সেই সময়ই একটি গাছের ডাল তাঁর মাথায় পড়ে।
Kolkata
হাসপাতাল সূত্রে খবর, শরীরের বেশ কয়েকটি জায়গায় চোট পেয়েছেন তিনি। আঘাত গুরুতর।