কলকাতা, 3 জুলাই : নিজের বন্দুকের গুলিতে মৃত্যু হল পুলিশকর্মীর । মহাকরণের 6 নম্বর গেটের ঘটনা । মৃতের নাম বিশ্বজিৎ কারক । তিনি পঞ্চম ব্যাটেলিয়নের কনস্টেবল ছিলেন ।
বিকেল তিনটে 35 মিনিট নাগাদ গুলির শব্দে ছুটে আসেন পুলিশকর্মীরা । দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে বিশ্বজিৎ । গলা দিয়ে গুলি ঢুকে মাথা দিয়ে বের হয়ে গেছে । গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিছুক্ষণ পরই মৃত্যু হয় তাঁর । DC সেন্ট্রাল জানিয়েছেন, বিশ্বজিতের বাড়ি পশ্চিম মেদিনীপুরে । কলকাতায় লেকটাউনে থাকতেন। ৬ নম্বর গেটের কাছে নিরাপত্তার দায়িত্ব ছিলেন তিনি ।