পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আবদার কাজে এল না, কলকাতা বা দার্জিলিংয়ে প্রবেশ করছে না রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা - রাহুল

Bharat Jodo Nyay Yatra: রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হচ্ছে রবিবার থেকে। এবার এই যাত্রা বঙ্গেও আসবে ৷ তার আগে গতকাল প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এনিয়ে বৈঠক ছিল। তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী চান 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' পাহাড়ে যাক। এনিয়ে আজ রাহুল গান্ধিকে বার্তা দেবেন অধীর।

ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় আসবেন না রাহুল
Bharat Jodo Nyay Yatra

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 7:14 AM IST

Updated : Jan 14, 2024, 1:13 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: মণিপুর থেকে রাহুল গান্ধির নেতৃত্বে রবিবার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু হচ্ছে। সেই যাত্রা বঙ্গে আসবে আগামী 25 জানুয়ারি। প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করার পর কোচবিহারের বক্সিরহাট দিয়ে বাগডোগরাতে ঢুকবে যাত্রা। তারপর কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জেলায় ঘুরবে। তা নিয়েই শনিবার প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে তারিখ প্রস্তুতি বৈঠক ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এআইসিসি'র রাজ্য পর্যবেক্ষক জিএ মির-সহ রাজ্য নেতৃত্ব।

গতকালের ওই বৈঠকে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র গতিপথ ও অভিমুখ নিয়ে নানারকম আলোচনা হয় ৷ কীভাবে এরাজ্যের পাঁচটি জেলায় এই যাত্রা ঘুরবে, কোথায়, কোন রাস্তা ধরে এগোবে তা নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের দাবি। এসবের মাঝে কলকাতার বেশ কয়েকজন নেতা এআইসিসি'র পর্যবেক্ষক জিএ মির'কে আবদার জানান উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতায় যেন রাহুল গান্ধি আসেন। এদিকে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী চান 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' পাহাড়েও যাক।

কারণ, জহওরলাল নেহরু, ইন্দিরা গান্ধি থেকে রাজীব গান্ধি সকলেই পাহাড়ে এসেছিলেন। সম্প্রতি বিনয় তামাং তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করায় ওই আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা জোরালো হতে পারে। কিন্তু, রাহুল গান্ধির পাহাড়ে আসা সম্ভব হবে না, বলেই বিধান ভবনের আরেক সূত্র দাবি। কারণ, এআইসিসি-র পর্যবেক্ষক জিএ মির বৈঠকে জানিয়েছেন, এই মুহূর্তে রাহুল গান্ধির যাত্রার অভিমুখ বদল করে পাহাড়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

কিন্তু, তারপরেও রবিবার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে শুরুর সময়ে রাহুল গান্ধির কাছে দার্জিলিংয়ে পৌঁছনোর বার্তা দেবেন অধীর। এর আগে প্রদেশ কংগ্রেসের আরও এক নেতা প্রদীপ ভট্টাচার্য দিল্লির নেতাদের কাছে চিঠি লেখে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র তালিকায় কলকাতাকে রাখার আবেদন করেছিলেন। কিন্তু নানা কারণে তা সম্ভবপর হয়নি। এদিকে আজ থেকে শুরু হওয়া মিছিলে রাহুল গান্ধির কাছে অধীর চৌধুরীর এই আবদার কতটা তাৎপর্যপূর্ণ এবং ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন:

  1. পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনা নিয়ে সরব বিজেপি, পালটা জবাব তৃণমূলের
  2. রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখ্যান, কংগ্রেসের নিন্দায় সরব বিজেপি
  3. জম্মু ও কাশ্মীর-পঞ্জাবে জোট নিয়ে রাহুল আর খাড়গের উপস্থিতিতে আলোচনায় কংগ্রেস
Last Updated : Jan 14, 2024, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details