পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021: বামেদের জোটবার্তায় সাড়া না দিয়ে কলকাতার পৌরভোটে প্রার্থী দিচ্ছে কংগ্রেস - congress to announce name of candidates for kolkata municipal election

বামেদের দেওয়া জোটবার্তাকে পাশে সরিয়ে কলকাতা পৌরসভার নির্বাচনে প্রার্থী দিতে চলেছে কংগ্রেস (Congress to Announce Name of Candidates for Kolkata Municipal Election) ৷

Kolkata Corporation Election
কলকাতার পৌরভোটে প্রার্থী দিচ্ছে কংগ্রেস

By

Published : Nov 27, 2021, 5:28 PM IST

কলকাতা, 27 নভেম্বর :বিধানসভা নির্বাচনে বামদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল কংগ্রেসের। কিন্তু আসন্ন কলকাতা পৌরসভার নির্বাচনে (Kolkata Municipal Election) নিজেদের পায়ের তলার জমি মেপে নিতে চাইছে প্রদেশ কংগ্রেস।

শুক্রবার বামফ্রন্ট 17টি আসন ছেড়ে রেখে কলকাতা পৌরভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কংগ্রেস-আইএসএফ-এর প্রতি জোটবার্তা দিয়ে বামেদের তরফে জানানো হয়েছে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে ইচ্ছুক অন্যান্য রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তির জন্যই এই 17টি আসন ছাড়া হয়েছে। তবে এই আসনগুলিতে নিজেদের কম জনভিত্তি সাংগঠনিক দুর্বলতার কথাও মেনে নিয়েছে বাম নেতৃত্ব ৷ এমনকি এই আসনগুলিতে প্রার্থী দিলে চতুর্থ হওয়ার আশঙ্কাও রয়েছে বামেদের অন্দরে ৷ তাই রাজনৈতিক মহলের ধারণা, জোটধর্মকে বুড়িছোঁয়া করে কংগ্রেসকে বার্তা দিতে চাইছে বামেরা।

এদিকে সূত্রের খবর, কলকাতা পৌরসভার নির্বাচনে এবার একলা চলারই সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস ৷ ইতিমধ্যেই শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও ৷ খুব শীঘ্রই কলকাতা পৌরসভার ভোটের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস (Candidate List of Congress) ৷ সম্ভবত 120 থেকে 125টি আসনে প্রার্থী দিতে চলেছে তারা ৷ জোটের নামে আর অন্য দলের উপর নির্ভরতা ও দয়া দাক্ষিণ্য়ের উপর থাকতে চাইছেন না বিধানভবনের কর্তারা ৷

আরও পড়ুন : Bilkis Begum TMC : তৃণমূলে যোগ সিপিএমের প্রাক্তন কাউন্সিলর বিলকিস বেগমের

এই ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তিনি জানিয়েছিলেন, এলাকা ভিত্তিতে জোটের ভবিষ্যৎ নির্নয় করা হবে ৷ তবে, জোট বার্তা দিয়েও বামেরা প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। অথচ সন্তোষ পাঠকের বিরুদ্ধে প্রার্থী দেওয়া হয়নি। এবিষয়ে কলকাতা জেলা সিপিএম সম্পাদক কল্লোল মজুমদার শুক্রবার জানিয়েছিলেন, সন্তোষ পাঠক অতীতে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কংগ্রেস কলকাতার পৌর ভোটে প্রার্থী দিলে চতুর্মুখী লড়াই নিশ্চিত ৷ সেক্ষেত্রে ভোট কাটাকাটির ফলে তৃণমূলের বাড়তি সুবিধা হবে কিনা সেই প্রশ্ন উঠছে ৷

ABOUT THE AUTHOR

...view details