পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Congress on Bengal Violence: বাংলার হিংসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ কংগ্রেস - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রামনবমীকে কেন্দ্র করে বাংলায় যতগুলি হিংসার ঘটনা ঘটেছে, সেগুলির বিচার বিভাগীয় তদন্ত চায় কংগ্রেস ৷ এই নিয়ে ওই দলের যুব সংগঠনের তরফে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে ৷

Congress on Bengal Violence
Congress on Bengal Violence

By

Published : Apr 6, 2023, 3:48 PM IST

Updated : Apr 6, 2023, 4:01 PM IST

কলকাতা, 6 এপ্রিল: রামনবমীর মিছিলকে ঘিরে সংঘটিত রাজ্যের প্রত্যেকটি হিংসার বিচার বিভাগীয় তদন্ত চাইল কংগ্রেস । রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে বৃহস্পতিবার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে তাদের তরফে । যদিও যুব কংগ্রেসের প্রতিনিধিরা যখন রাজভবনে যান, সেই সময় রাজ্যপাল ছিলেন না ৷ তাই ওই প্রতিনিধি দল অপেক্ষা করে ৷ পরে রাজ্যপাল এসে তাঁদের সঙ্গে দেখা করেন ৷ রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয় যুব কংগ্রেস ৷ রাজ্যপাল তাঁদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে যুব কংগ্রেসের প্রতিনিধিদের দাবি ৷

পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক বলেন, "আমরা সাম্প্রতিক সময়ে রাজ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ নিয়ে খুবই উদ্বিগ্ন । হাওড়া, রিষড়া ও ডালখোলার বিভিন্ন এলাকা থেকে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে । বর্তমান সরকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে । এই ধরনের উদাহরণ আমাদের রাজ্যে গত এক দশক ধরে বেশ সাধারণ । গুন্ডা ও অসামাজিক উপাদান রাষ্ট্রের সামাজিক কাঠামোকে ম্লান করার লক্ষ্যে অশান্তি সৃষ্টি করছে । জনসাধারণের ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করছে ।’’

রাজ্যপালকে দেওয়া কংগ্রেসের স্মারকলিপি

তাঁর দাবি, তাঁর বিশ্বাস করেন যে মানুষ যে হুমকির মুখোমুখি হচ্ছেন, তা নজিরবিহীন ও ঝুঁকির মধ্যে রয়েছেন । কেবল সাংবিধানিক নৈতিকতা ও আচরণ নয়, অনন্য সামাজিক বন্ধনও ক্ষুন্ন হচ্ছে । তাই, একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন কমিটি দ্বারা এসব মামলায় নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার বিভাগীয় তদন্ত করা উচিত বলে দাবি আজহার মল্লিকের ।

তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসাশন চালাতে ব্যর্থ বলে মনে করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব । তাই, কংগ্রেসের তরফে একাধিক দাবি রাখা হয়েছে রাজ্যপালের কাছে । হিংসার বিচার বিভাগীয় তদন্ত ছাড়াও অপরাধীদের জামিন অযোগ্য পরোয়ানায় গ্রেফতার করা উচিত ও দ্রুত বিচার আদালতের মাধ্যমে বিচার করা উচিত বলে কংগ্রেসের দাবি । একই সঙ্গে কংগ্রেস চায়, হিংসার কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিক রাজ্য সরকার ।

আরও পড়ুন:মানুষের জন্য সাংবিধানিক দায়িত্ব পালনে হনুমান জয়ন্তীতে আচমকাই পথে রাজ্যপাল

Last Updated : Apr 6, 2023, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details