কলকাতা, 24 জুলাই:রাজ্যে সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে হিংসার কারণে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার যাতে সুবিচার পায় তার ব্যবস্থা করতে হবে ৷ মৃতদের বিচারের ব্যবস্থা করতে হবে । আইনি সহায়তা সহ তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে । সোমবার এমনটাই দাবি তুলল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব । পঞ্চায়েত নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে এদিন রাস্তায় নেমে প্রতিবাদ করে প্রদেশ কংগ্রেস ।
এদিন বিড়লা তারা মণ্ডলের সামনে ইন্দিরা গান্ধি মূর্তির পাদদেশে শহিদ স্মরণ সভার আয়োজন করে কংগ্রেস ৷ এই কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে সরব হয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব । দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, "ভোটের দিন ঘোষণার পর থেকে আজ পর্যন্ত কংগ্রেসের 7 জন কর্মী-সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রায় 54-55 জনের প্রানহানির ঘটনা ঘটেছে । এখনও বহু কর্মী রাজ্যের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বা তাঁদের চিকিৎসা চলছে ।"