কলকাতা, 5 মে : কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে জারি রয়েছে লকডাউন । আর এর জেরেই বিপন্ন দেশের অর্থনীতি । এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন কংগ্রেসের রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য । গতকাল তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন । সমগ্র দেশে কীভাবে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালানো হচ্ছে তা নিয়েও প্রধানমন্ত্রীর কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন তিনি ।
কোরোনা নিয়ে প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের দাবি কংগ্রেস সাংসদের - কোরোনা
কোরোনা সংক্রমণ রোধে লকডাউন জারি থাকার কারণে চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে দেশ । এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের আগামী পদক্ষেপ কী হবে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন প্রদীপ ভট্টাচার্য । আরও কয়েকটি বিষয়ে দাবি জানিয়েছেন তিনি । প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এই বিষয়ে ।
কোরোনা সংক্রমণ রোধে 24 মার্চ প্রধানমন্ত্রী সমগ্র দেশে লকডাউন জারি করেছিলেন । বহু মানুষ ঘরে ফিরতে পারেননি । সেই সমস্ত মানুষকে ঘরে ফেরানোর জন্য প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়েও জানতে চাওয়া হয়েছে চিঠিতে । গত 40 দিনে উল্লেখযোগ্যভাবে সমগ্র দেশে বেকারের সংখ্যা বেড়েছে । বহু মানুষ কর্মচ্যুত হয়েছেন । প্রধানমন্ত্রী তিনবার লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন । তাতেও কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না । কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, সরকারের গাফিলতির বিষয়টিও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে । দেশের মানুষ জানতে চাইছেন কোরোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে কবে? কোরোনা ভাইরাস রোধে কেন্দ্রীয় সরকারের আন্তরিক প্রচেষ্টা কতটা সে বিষয়েই শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে ।
গৃহবন্দী দেশবাসীকে খাদ্যদ্রব্য সরবরাহ করার ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কী ভূমিকা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে চিঠিতে । সমগ্র দেশে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা কত, কত লোক আক্রান্ত হয়েছেন সেই তথ্য চাওয়া হয়েছে। মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে দেশের প্রধানমন্ত্রী কী ব্যবস্থা নেবেন, তার বিস্তারিত ব্যাখ্যা চেয়ে প্রদীপ ভট্টাচার্য গতকাল চিঠি দিয়েছেন ।