পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pradip Bhattacharya: রাজ্যপালের শান্তিরবার্তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হিংসা, আক্রমণ প্রদীপের - রাজীবা সিনহা

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে কলকাতায় মৌন সত্যাগ্রহ শুরু করেছে প্রদেশ কংগ্রেস । সেই মঞ্চ থেকে একযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷

Pradip Bhattacharya
Pradip Bhattacharya

By

Published : Jul 12, 2023, 5:48 PM IST

রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য

কলকাতা, 12 জুলাই: কিছুতেই ভোট হিংসা থামছে না । যা নিয়ে শঙ্কিত রাজ্যের একাংশের মানুষ । পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া প্রথম দিন থেকে আজ পর্যন্ত 40 জনের বেশি মৃত্যু হয়েছে । কিন্তু রাজ্যর মুখ্যমন্ত্রী এত হিংসা-মৃত্যু কোনও মন্তব্য এখনও পর্যন্ত করেননি ৷ অথচ রাজ্যপাল সিভি আনন্দ বোস একাধিকবার বিভিন্ন জেলায় গিয়ে হিংসা রুখতে কড়াবার্তা দিয়েছেন ৷ তার পরও রাজ্যপালের সমালোচনা করেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ বুধবার তিনি রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীরও সমালোচনা করেছেন ৷

রাজ্যসভার এই সাংসদ বলেন, "রাজ্যপাল যত শান্তির কথা বলেছেন, ততই হিংসা বেড়েছে । তাঁকে নিয়ে আমাদের মাথাব্যথা নেই । তাঁকে বাংলার একজন কনস্টেবলও গুরুত্ব দেয় না । যেন মনে হচ্ছে রাজ্যপাল যত বলেছেন, তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে হিংসার বাতাবরণ তৈরি করা হয়েছে । আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখনও পর্যন্ত হিংসা-মৃত্যু নিয়ে কোনও কথা বললেন না । তৃণমূলের এমন কোনও নেতা নেই যে এই বিষয়টি নিয়ে সরব হবেন । ভাবতে অবাক লাগে ।"

আরও পড়ুন:গণনা ঘিরে একাধিক খুন দক্ষিণ 24 পরগনায়, উত্তপ্ত ভাঙড়-রায়দিঘি

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ নিয়ে কলকাতায় গান্ধি মূর্তিতে 'মৌন সত্যাগ্রহ' শুরু করেছে প্রদেশ কংগ্রেস । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদে মৌন সত্যাগ্রহ চলছে । অন্যদিকে, কলকাতায় গান্ধি মূর্তিতে একই অবস্থান শুরু করেছেন প্রদেশ কংগ্রেসের বাকি নেতৃত্ব । সেই মঞ্চে বসে প্রদীপ ভট্টাচার্য কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া সমালোচনা করেছেন । রাজ্যের পঞ্চায়েত ভোটে ধারাবাহিক হিংসা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সমালোচনা করেছেন । রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকেও আক্রমণ করেছেন প্রদীপ ভট্টাচার্য ।

এ দিন তিনি বলেন, "ক্রমান্বয়ে রাহুল গান্ধির উপরে মোদি সরকার জুলুম চালিয়ে যাচ্ছে । কারণ, রাহুল গান্ধি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছে, তা নিয়ে মোদি সরকার শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত । তাই, দেশে ভয়ংকর হিংসার বাতাবরণ তৈরি করছে মোদি সরকার ।"

এরপরই মমতাকে নিশানা করে প্রদীপ ভট্টাচার্য আরও বলেন, "একই ভাবে এরাজ্যেও হিংসার বাতাবরণ তৈরি করা হচ্ছে । 40টি শব মাটিতে সিক্ত হয়েছে । 40 জনের রক্তে বাংলার মাটি লাল হয়েছে । যাঁরা বলছেন আজ সবুজ ঝড় উঠেছে, তাঁদের মনে রাখতে হবে মানুষের হৃদয়ে সবুজ ঝড় ওঠেনি । মানুষের রক্তে বাংলার মাটি লাল হয়েছে । মানুষের 'শবে'র উপরে সবুজ ঝড় উঠেছে । গান্ধিজির এই পথে হেঁটেই এই হিংসার বাতাবরণ বন্ধে করতে হবে ।"

আরও পড়ুন:রাহুল গান্ধির শাস্তি বহাল, প্রতিবাদে 'মৌন সত্যাগ্রহ' কংগ্রেসের

ABOUT THE AUTHOR

...view details