কলকাতা, 3 সেপ্টেম্বর : দিনের আলোয় কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে ৷ শাসকদলের কর্মীরা তাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করছে ৷ লুঠ করছে ৷ এমনকি, গোটা বিষয়টা সম্পর্কে স্থানীয় পুলিশ প্রশাসনের গোচরে রয়েছে ৷ এমনই অভিযোগ তুলে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী ৷
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শাসকদলের কর্মীদের হিংসার বিষয়টি তুলে ধরে তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ৷ চিঠিতে লেখেন, "দিনের আলোয় যেভাবে শাসকদলের কর্মীরা কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুঠ করে হিংসা ও নৃশংসতার পরিচয় দিচ্ছে, আমি সেই দিকেই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই ৷"