কলকাতা, 22 মার্চ:বুধবার রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) শপথ নিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস (Bayron Biswas Takes Oath)। ভোটে জেতার কুড়ি দিনের মাথায় এ দিন তিনি শপথ নিলেন । তাঁকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । তবে শপথ বাক্য পাঠ করার পরই তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে দেন তিনি ৷
গত 2 মার্চ সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল । তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে এই আসন খালি হয় । সেখানেই উপনির্বাচনে 22 হাজারের কিছু বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয় পান বাইরন । এ দিন শপথ নেওয়ার পর বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক । বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই তাঁর তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছিল । এই বিতর্কে যুক্ত হয়েছিল স্বয়ং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম ।
বুধবার শপথ গ্রহণের পরই সেই বিতর্কে জল ঢেলে দিলেন কংগ্রেস বিধায়ক । সরাসরি তিনি জানিয়ে দিলেন, তৃণমূল কংগ্রেসে যোগদানের কোনও প্রশ্নই ওঠে না । পারলে, তৃণমূল থেকে লোক কংগ্রেসে নিয়ে আসব । তিনি এও জানিয়েছেন, রাজ্যের অনেক মন্ত্রীর সঙ্গেই তাঁর কথা হয় । শুভেন্দুর সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে । কার সঙ্গে কার আঁতাত রাজ্যের মানুষ তা বোঝে ।
এ দিন বিধানসভায় বাইরনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাঁকে গ্রেফতারির দাবি তোলা হয়েছিল । তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজেই তাঁর গ্রেফতারি নিয়ে সরব হন । বুধবার শপথ গ্রহণের পর বিধানসভার বাইরে দাঁড়িয়ে বাইরন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, কুণাল ঘোষ নিজে জেলে ছিলেন । কাকে জেলে ভরবে, কাকে জেলের বাইরে রাখবে সেটা দেখার দায়িত্ব কি তিনি নিয়েছেন ? রাজ্যের আইন-শৃঙ্খলা দেখার দায়িত্ব কি তাঁর ? যদি তাই হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর দরকার কী রয়েছে । আদালতের দরকার কী ! তাহলে আদালত বন্ধ করে দেওয়া হোক ।
তিনি এও বলেন, "আমার বিষয়ে যা রটনা হচ্ছে এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না । এ বিষয়ে যা বলার আদালত বলবে । এ ক্ষেত্রে আদালতের যা সিদ্ধান্ত হবে আমি তা মেনে নেব ।"
এ দিন তাঁর কাছে প্রশ্ন করা হয় তিনি কি বিজেপির সঙ্গে কক্ষ সমন্বয় করবেন ? আজ বিজেপির তরফ থেকে তাঁকে শুভেচ্ছাও জানানো হয়েছে । জবাবে বাইরন বলেন, "ওদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে । রাজনৈতিক কোনও জোট করার ভাবনা নেই । সেটা আমরা করব না । বাম-কংগ্রেসের যে জোট ছিল সেটাতেই ভালো আছি আমরা, তা নিয়েই এগোব ।"