কলকাতা, 26 অক্টোবর: প্রথমে ত্রিপুরা । তারপর অসম । তারপর গোয়া এবং সবশেষে উত্তরপ্রদেশ । একের পর এক কংগ্রেস (Congress) নেতাদের টার্গেট করছে তৃণমূল কংগ্রেস । জাতীয় ক্ষেত্রে নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছেড়ে আসা দল থেকে নেতাদের নেওয়াকেই (TMC Joining) অগ্রাধিকার দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো ।
এই অবস্থায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সব বিরোধী দলকে একছাতার তলায় আসার কথা বলছেন, ঠিক তখনই এ ভাবে একের পর এক কংগ্রেস নেতাদের তৃণমূলের দিকে টানা কতটা যুক্তিযুক্ত ! আর সবচেয়ে বড় কথা একুশের নির্বাচনে প্রমাণিত তৃণমূল স্তর থেকে সংগঠন শক্তিশালী না-করতে পারলে শুধুমাত্র দল ভাঙিয়ে সফল হওয়া যায় না । কারণ বিজেপি লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে নেতাদের দলে নিয়েছিল, তার পরেও কিন্তু এ রাজ্যে ক্ষমতা দখল করতে পারেনি গেরুয়া শিবির । এই অবস্থায় বাস্তবে তৃণমূলের সফল হওয়ার সম্ভবনা কতটা ?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজাগোপাল চক্রবর্তী বলছেন, ‘‘দলবদলের প্রবণতা যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে দেখা যাচ্ছে, আসলে এই সংস্কৃতি উত্তর ভারত থেকে আমদানি হয়েছে ।’’ তাঁর মতে পশ্চিমবঙ্গে এর তেমন চল না-থাকলেও, অন্য রাজ্যে দল ভাঙিয়ে সরকার বদল যে সম্ভব তাও বারবার দেখা গিয়েছে । তাঁর কথায়, "এটা একটা সহজ পদ্ধতি, যার মাধ্যমে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা যায় । কিন্তু এখানে প্রশ্নটা শুধু দল ভাঙানোর নয়, গতকাল অধীর চৌধুরী বলেছেন, তৃণমূল কংগ্রেস কেন বিজেপি নেতাদের ভাঙাচ্ছে না । একদিকে জোটের কথা বলা হচ্ছে, অন্যদিকে কংগ্রেস ভাঙিয়ে কংগ্রেসকে দুর্বল করা হচ্ছে, এটা পরস্পরবিরোধী । আমার মনে হয়, এই ঘটনা জোট রাজনীতি আস্থার ক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিতে পারে ৷"
আরও পড়ুন:Goa TMC : গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের
একইভাবে প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং সমাজবিজ্ঞানী অমল মুখোপাধ্যায় বলেছেন, ‘‘এতে কোনও সন্দেহ নেই যে কংগ্রেসের নিজস্ব দুর্বলতা রয়েছে ।’’ তাদের দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বই এই মুহূর্তে তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে তাঁর মত । তিনি বলেছেন, "জোট রাজনীতির বাধ্যবাধকতা থাকে । আমরা এ রাজ্যে দেখেছি ছোট বড় মিলে প্রায় 15টি দল বামফ্রন্টের সঙ্গে দীর্ঘদিন একমঞ্চে ছিল । কখনও বড় শরিক হিসেবে সিপিএম ছোট শরিকদের থেকে দল ভাঙানোর চেষ্টা করেনি । সেক্ষেত্রে আগামী দিনে অসম বা গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সফল হবেন কি না তা তো সময় বলবে । তবে এই রাজনীতি কখনওই সমর্থনযোগ্য হতে পারে না ৷"