পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বচ্ছ গণবণ্টন ব্যবস্থায় সর্বদলীয় কমিটি করার প্রস্তাব সোমেন মিত্রর

বহু মানুষ রেশন পাচ্ছেন না । রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সবকটি রাজনৈতিক দলের থেকে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করার প্রস্তাব জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

স্বচ্ছ গণবণ্টন ব্যবস্থায় সর্বদলীয় কমিটি করার প্রস্তাব সোমেন মিত্রর
স্বচ্ছ গণবণ্টন ব্যবস্থায় সর্বদলীয় কমিটি করার প্রস্তাব সোমেন মিত্রর

By

Published : Apr 20, 2020, 9:17 PM IST

কলকাতা, 20 এপ্রিল: স্বচ্ছ রেশন ব্যবস্থার জন্য রেশনিং এরিয়া ধরে সর্বদলীয় কমিটি করার প্রস্তাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । লকডাউনে কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা মাথা পিছু 5 কেজি চাল এবং ডাল এ রাজ্যে এখনও এসে পৌঁছায়নি । বহু মানুষ রেশন পাচ্ছেন না । রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সবকটি রাজনৈতিক দলের থেকে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করার প্রস্তাব জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি । কেন্দ্রের ঘোষণা করা 5 কেজি চাল এবং ডাল এখনও কেন এ রাজ্যে এসে পৌঁছাল না, তা নিয়ে বিতর্ক তৈরি না করে অবিলম্বে গরিব মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা উচিত উভয় সরকারের বলে মন্তব্য করেন তিনি ।

লকডাউন খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের তরফে একটি দল আসছে বাংলায় । সেই দলকে স্বাগত জানিয়ে সোমেন মিত্র বলেছেন, "সংবিধানে উল্লিখিত আছে যে রাজ্যগুলির প্রতি দেশের সরকারের কিছু কর্তব্য থাকে । সেই কর্তব্য পালনের জন্যই এ রাজ্যে টিম পাঠানো হচ্ছে । প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের এই টিমকে স্বাগত জানাচ্ছি ।" তিনি আরও বলেন, "রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিতর্ক করার সময় এটা নয় । এই সময় উভয় সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে । ভিন রাজ্যে আটকে পড়া মানুষরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে । তাঁদের সুরক্ষা এবং খাদ্যের ব্যবস্থা করা উচিত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ।" সোমেন মিত্রর আরও বক্তব্য, "রাজ্যের গনবণ্টন ব্যবস্থা নিয়ে একাধিকবার রাজ্য সরকারকে অভিযোগ জানিয়েছিল প্রদেশ কংগ্রেস । তার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি । প্রধানমন্ত্রী যা বলছেন এ রাজ্যে তা এসে পৌঁছাচ্ছে না । মুখ্যমন্ত্রী স্বীকার করে নিচ্ছেন যে গণবণ্টন ব্যবস্থার ঠিকমতো চালু করা যায়নি ।" এরপরই স্বচ্ছ গণবণ্টন ব্যবস্থা চালু করার জন্য রেশনিং এরিয়া ধরে সর্বদলীয় কমিটি করার প্রস্তাব দেন সোমেন মিত্র ।

রাজ্য সরকার নিম্নমানের কিটের মাধ্যমে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করছেন বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তিনি বলেন, "চিকিৎসকরা কোরোনায় আক্রান্ত হয়ে কোথায় চিকিৎসা করাবেন তার দিশা দেখাতে পারছে না রাজ্য সরকার । সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাটিও মুখ্যমন্ত্রীর দেখা প্রয়োজন । কোরোনা সংক্রমণের জেরে রাজ্যের বহু হাসপাতালের একাধিক বিভাগ বন্ধ হয়ে রয়েছে ।" এভাবেই সাধারণ মানুষের চিকিৎসা ব‍্যবস্থা নিয়ে ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সোমেন মিত্র ।

ABOUT THE AUTHOR

...view details