কলকাতা, 29 মে : লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন শ্রমিকরা । তাঁদের বাড়ি পৌঁছে দিতে পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার । পশ্চিমবঙ্গের আটকে থাকা শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতেও এখানকার সরকারের তরফে পদক্ষেপ করা হয়েছে । এই বিষয়ে কিছু নীতিও অবলম্বন করছে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই । কিন্তু এই নীতিগুলিই চূড়ান্ত অমানবিক বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যও । রাজ্যসভার অধিবেশন চালু হলে প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবেন বলেও জানিয়েছেন তিনি ।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে বেশ কিছু দাবি জানান । তিনি দাবি করেন, ভিন রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফিরিয়ে আনার পাশাপাশি লকডাউন ও আমফানে ক্ষতিগ্রস্তদের এককালীন 10 হাজার টাকা করে সরকারের তরফে দিতে হবে । এ রাজ্যে ফেরা শ্রমিকদের মনরেগা কাজের অন্তর্ভুক্ত করে বছরে 200 দিনের কাজ দিতে হবে । শুধু তাই নয়, আমফানে ক্ষতিগ্রস্ত হওয়ায় পশ্চিমবঙ্গকে জাতীয় বিপর্যয়ের এলাকা হিসেবে ঘোষণা করারও দাবি জানান তিনি ।