কলকাতা, 4 মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করার অভিযোগে শনিবার সকালে গ্রেফতার হয়েছিলেন ৷ কয়েক ঘণ্টা পর জামিন পেয়ে আরও কড়া সুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi gets bail) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ জানিয়ে তাঁর মাথার সমস্ত চুল কেটে ফেললেন এই কংগ্রেস নেতা (Koustav Bagchi attacks Mamata Banerjee) ৷ সঙ্গে হুঙ্কার, "মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ক্ষমতা থেকে উৎখাত না-করা পর্যন্ত মাথা ন্যাড়া রাখার শপথ নিলাম । আজ থেকে আর মাথায় চুল রাখব না, যতক্ষণ না-পর্যন্ত এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন হচ্ছে ।"
এদিন সন্ধ্যায় ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় কৌস্তভ বাগচীকে ৷ তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক ৷ কৌস্তভের গ্রেফতারিতে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আগেই উঠেছিল ৷ এদিন যেভাবে গ্রেফতারির মাত্র 8 ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গিয়েছেন কংগ্রেসের এই আইনজীবী নেতা, তাতে পুলিশের মুখ পুড়ল বলেই মনে করা হচ্ছে ৷ ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে কর্মী-সমর্থকদের ভিড়ের মধ্যেই রাস্তায় বসে এদিন মস্তক মুণ্ডন করেন তিনি (Koustav Bagchi cuts hair)।
গত কয়েক ঘণ্টার ঘটনাক্রমে তিনি যে এতটুকুও বিচলিত হননি এদিন তা কৌস্তভের কথাবার্তাতেই পরিষ্কার ৷ বরং প্রতিবাদের সুর এদিন আরও উচ্চস্বরে নিয়ে গিয়ে কৌস্তুভ বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কৌস্তভ বাগচী কী জিনিস । আমার প্রিয় চুল কী এমনি এমনি ফেলে দিলাম ! আমি নিজে তো লড়বই সঙ্গে রাজ্যের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করব । রাস্তায় নামব । আইন আদালত তো আছেই ।"