কলকাতা, 27 ডিসেম্বর: আগামী 30 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠক । ওই বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । সেখানে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) । এই বৈঠকেই মুখোমুখি হতে পারেন মোদি এবং মমতা ।
সেই বৈঠকের আগে গঙ্গা ভাঙন (Ganga Erosion) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । চিঠিতে গঙ্গা ভাঙনের কারণে মালদা, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার ভয়ংকর অবস্থার কথা জানিয়েছেন তিনি । চিঠিতে অধীর লিখেছেন, "নমামি গঙ্গে-তে আপনার পর্যালোচনা বৈঠকের সময় কয়েক দশকের পুরনো ভাঙন মোকাবিলায় আপনার হস্তক্ষেপের পরামর্শ দিচ্ছি এবং যা প্রয়োজনীয় ।"
তথ্য বলছে, কেন্দ্রীয় সরকারের এই গঙ্গা পরিষদের সঙ্গে যুক্ত রয়েছে অন্তত কমবেশি দশটি মন্ত্রক । আর যে যে রাজ্যের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে সব রাজ্যই এই গঙ্গা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য । খুব স্বাভাবিকভাবেই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ - এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে ।