পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adhir Slams Abhishek: তৃণমূলে নব জোয়ার নিয়ে অভিষেককে খোঁচা অধীরের - তৃণমূল

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী কে, সেটা স্পষ্ট হওয়া উচিত ৷

Adhir Slams Abhishek
Adhir Slams Abhishek

By

Published : May 2, 2023, 6:58 PM IST

তৃণমূলে নব জোয়ার নিয়ে অভিষেককে খোঁচা অধীরের

কলকাতা, 2 মে: পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছাতে জেলায় জেলায় তৃণমূলে নব জোয়ার কর্মসূচি শুরু হয়েছে । যার নেতৃত্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর সেই যাত্রাকে কড়া ভাষায় সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ।

তিনি বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী কে ? পিসি না ভাইপো । এই মৌলিক প্রশ্নের উত্তর জানতে চায় বাংলার মানুষ । পশ্চিমবঙ্গের সরকারের কোটি কোটি টাকায় পিকনিক চলছে । তুমি কে খোকাবাবু তোমার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করবে ? খোকাবাবুর অধিকার কি আছে ? তাঁর কথায় পশ্চিমবঙ্গে ভোট হবে । মুখ্যমন্ত্রী কে, সেটা স্পষ্ট করুক ।"

এখানেই শেষ নয় । অধীররঞ্জন চৌধুরী আরও বলেন, "সরকারি খাজনা খরচ হচ্ছে । খোকাবাবু আপনার নব জোয়ার নয়, নব ভাটাতে রূপান্তরিত হচ্ছে । আপনাদের মানুষ আর গ্রহণ করতে চাইছে না । তাই, গরম গরম ভাষণ দিচ্ছেন । সরকারি নীতির কথা কেন উনি বলবেন । বাবারকালে শুনিনি ভোটের আগে ভোট হয় । খোকাবাবুর ভোট চলছে । আবার পিসিমনির ভোট হবে । খোকাবাবুর অধিকার কি আছে ? তাঁর কথায় পশ্চিমবঙ্গে ভোট হবে । মুখ্যমন্ত্রী কে, সেটা স্পষ্ট করুক । বাংলার মুখ্যমন্ত্রী কে তা জানার অধিকার আছে সকলের ।’’

এই বিষয়টি নিয়ে কংগ্রেস কোনোরকম পদক্ষেপ করবে কি না, কিংবা খোকাবাবু বলতে কাকে বোঝাতে চাইলেন অধীররঞ্জন চৌধুরী, এই সব প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "যিনিই খোকাবাবু , তিনিই ভাইপো, তিনিই নেতা । তাঁর একটাই যোগ্যতা, তিনি বাংলার মুখ্যমন্ত্রীর ভাইপো ।"

এরপরেই রাজ্যে রাজনৈতিক হিংসা, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গ তুলে অধীররঞ্জন চৌধুরী অভিযোগ করেন, ‘‘কোনও রাজনৈতিক দলের কর্মী খুন হোক আমরা চাই না । রাজনীতি করার অধিকার আছে সকলের ।’’ এই পরিস্থিতি বন্ধ হওয়া উচিত বলেই তিনি মনে করেন ৷ একই সঙ্গে অধীরের দাবি, আগামিদিনে তৃণমূল ভেঙে কংগ্রেসে যোগদানের ভিড় বাড়বে । তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার । রাজ্যের বিভিন্ন দুর্নীতিকে তিনি সরকারি মদতে চুরি বলেই দাবি করেন ৷

আরও পড়ুন:অভিষেকের নবজোয়ার আসলে গণ খোঁয়ার, কটাক্ষ সুজনের

ABOUT THE AUTHOR

...view details