কলকাতা, 2 মে: পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছাতে জেলায় জেলায় তৃণমূলে নব জোয়ার কর্মসূচি শুরু হয়েছে । যার নেতৃত্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর সেই যাত্রাকে কড়া ভাষায় সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ।
তিনি বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী কে ? পিসি না ভাইপো । এই মৌলিক প্রশ্নের উত্তর জানতে চায় বাংলার মানুষ । পশ্চিমবঙ্গের সরকারের কোটি কোটি টাকায় পিকনিক চলছে । তুমি কে খোকাবাবু তোমার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করবে ? খোকাবাবুর অধিকার কি আছে ? তাঁর কথায় পশ্চিমবঙ্গে ভোট হবে । মুখ্যমন্ত্রী কে, সেটা স্পষ্ট করুক ।"
এখানেই শেষ নয় । অধীররঞ্জন চৌধুরী আরও বলেন, "সরকারি খাজনা খরচ হচ্ছে । খোকাবাবু আপনার নব জোয়ার নয়, নব ভাটাতে রূপান্তরিত হচ্ছে । আপনাদের মানুষ আর গ্রহণ করতে চাইছে না । তাই, গরম গরম ভাষণ দিচ্ছেন । সরকারি নীতির কথা কেন উনি বলবেন । বাবারকালে শুনিনি ভোটের আগে ভোট হয় । খোকাবাবুর ভোট চলছে । আবার পিসিমনির ভোট হবে । খোকাবাবুর অধিকার কি আছে ? তাঁর কথায় পশ্চিমবঙ্গে ভোট হবে । মুখ্যমন্ত্রী কে, সেটা স্পষ্ট করুক । বাংলার মুখ্যমন্ত্রী কে তা জানার অধিকার আছে সকলের ।’’