কলকাতা, 12 ফেব্রুয়ারি : গতকালের নবান্ন অভিযানের পর বামেরা আজ 12 ঘণ্টার বাংলা বনধ ডেকেছে । বনধে সমর্থন জানিয়েছে প্রদেশ কংগ্রেসও । সেই মতো সকাল থেকেই ব্যস্ত বাম-কংগ্রেস নেতৃত্ব । ব্যস্ত ছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নানও । সকালে বাংলা বনধের সমর্থনে বামফ্রন্টের সঙ্গে যৌথ মিছিলও করেন । তারপর কলেজ স্ক্যয়ার থেকে গাড়িতে চেপে বিধানসভার দিকে রওনা হন ।
এরই মধ্যে বিপত্তি । গাড়িতে বসেই খেয়াল করলেন সঙ্গে মোবাইলটি নেই । সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়ে যান থানায় । অভিযোগ দায়ের করেন । শেষ খবর পাওয়া পর্যন্ত বিরোধী দলনেতার মোবাইলটি এখনও পাওয়া যায়নি ।