কলকাতা, 6 মার্চ: রাজ্যে ভয়ানক অবস্থা । রোজই হাসপাতাল থেকে উঠে আসছে একাধিক শিশুমৃত্যুর ঘটনা (Child Death) । রবিবার রাত থেকে সোমবার, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 7 জন শিশুর । জ্বর, সর্দি-কাশির উপসর্গ নিয়ে রোজই হাসপাতালে ভর্তি হচ্ছে বহু শিশু । এই পরিস্থিতিতে সোমবার কলকাতার বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) ডেপুটেশন জমা দিল কংগ্রেস (Congress) ৷
প্রসঙ্গত, রবিবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পিয়ালী মালাকার এক শিশুর মৃত্যু হয় । 8 মাসের ওই শিশু হুগলির বাসিন্দা ৷ সিভিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে সোমবার ভোরে আরিয়ান খান নামে একটি শিশুর মৃত্যু হয়েছে । তার বাড়ি বাইপাস সংলগ্ন আনন্দপুর এলাকায় । বেলা বাড়তে আরও এক শিশুর মৃত্যু হয় বিসি রায় হাসপাতালে । উত্তর 24 পরগনার গাইঘাটার বাসিন্দা অরূপ বিশ্বাস নামে ওই শিশুকে গত 25 ফেব্রুয়ারি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তার বয়স 1 মাস 20 দিন ৷ বনগাঁর বাসিন্দা চার মাসের দেব বারুইয়েরও মৃত্যু হয় বিসি রায় হাসপাতালে । তার পরিবারের দাবি, ওই শিশু অ্যাডিনোভাইরাসে (Adenovirus) আক্রান্ত ছিল ।