পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Congress Burns Mamata Effigy: পুড়ল মমতার কুশপুতুল, চাকরিপ্রার্থীকে 'কামড়ে' দেওয়ায় পুলিশ কর্মীর সাসপেন্ড দাবি কংগ্রেসের

আন্দোলনকারী চাকরিপ্রার্থীকে 'কামড়ে' দেওয়া অভিযুক্ত পুলিশ কর্মীর সাসপেন্ডের দাবিতে বিক্ষোভ (Congress Agitation) দেখাল কংগ্রেস (Congress Burns Mamata Effigy)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানায় তারা ৷

Congress demands suspension of cop for 'biting' job seeker, burns effigy of Mamata Banerjee
পুড়ল মমতার কুশপুতুল, চাকরিপ্রার্থীকে 'কামড়ে' দেওয়ায় পুলিশ কর্মীর সাসপেন্ড দাবি কংগ্রেসের

By

Published : Nov 10, 2022, 7:04 PM IST

কলকাতা, 10 নভেম্বর: এক্সাইড মোড়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের উপর 'পুলিশি নির্যাতনে'র প্রতিবাদে বিক্ষোভ দেখাল প্রদেশ কংগ্রেস (Congress Agitation)৷ কলকাতার রাস্তায় তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কুশপুতুল (Congress Burns Mamata Effigy) পুড়িয়ে ওই ঘটনার প্রতিবাদ জানায় ৷ বৃহস্পতিবার মৌলালীর মোড়ে বিক্ষোভ দেখিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি মানবাধিকার শাখা । এক্সাইড মোড়ে "কামড়ানো"র ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করারও দাবি তোলা হয়েছে কংগ্রেসের তরফে ।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি মানবাধিকার শাখার সভাপতি শাহীনা জাভেদ বলেন, "কেন অভিযুক্ত পুলিশ কর্মীকে এখনও সাসপেন্ড করা হল না ? অভিযুক্ত পুলিশকর্মীকে দ্রুত সাসপেন্ড করা উচিত । যাঁরা নিজেদের হক আদায়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে । পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই । হীরক রাজার দেশ হয়ে গিয়েছে । সাম্রাজ্যবাদ চলছে । এর বিরুদ্ধে আমাদের আন্দোলন । দ্রুত যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে এবং অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করার দাবি জানাচ্ছি । কেন নির্যাতিতা চাকরি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হল তার জবাবও চাইছি আমরা ।"

চাকরিপ্রার্থীকে 'কামড়ে' দেওয়ায় পুলিশ কর্মীর সাসপেন্ড দাবি কংগ্রেসের

আরও পড়ুন:মহিলা চাকরি প্রার্থীকে কামড়ে দিল পুলিশ ! টেট-বিক্ষোভে নজিরবিহীন ঘটনা

এ দিকে, এই ঘটনায় এআইডিএসও'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মনিশংকর পট্টনায়েক এক বিবৃতিতে বলেন, "এক্সাইড মোড়, ক্যামাক স্ট্রিট এবং শিয়ালদা স্টেশন চত্বরে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন ৷ সেই বিক্ষোভে হাজার হাজার পুলিশ নামিয়ে আন্দোলনকারীদের যেভাবে গ্রেফতার করা হয়েছে, যেভাবে তাঁদের উপর অত্যাচার করা হয়েছে, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, তার আমরা তীব্র নিন্দা করছি ৷ বৈদ্যুতিন মাধ্যমে দেখা গিয়েছে, চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে ৷ এমনকী লাঠির আঘাতে চাকরিপ্রার্থীর মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে । এও দেখা গিয়েছে, এক মহিলা চাকরিপ্রার্থী আন্দোলনকারীর হাতে কামড়ে দেওয়ার মতো ঘটনা ঘটানো হয়েছে মহিলা পুলিশের পক্ষ থেকে ৷ যা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক ৷ পূর্বের সব শাসকের মতোই ন্যায়সঙ্গত গণ আন্দোলন দমনে তৃণমূল সরকারের পুলিশের ন্যক্কারজনক ভূমিকার বিরুদ্ধে ছাত্র যুব সমাজ তথা আপামর জনসাধারণকে সরব হওয়ার আবেদন জানাচ্ছি এবং আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার গ্রহণ করছি ।"

ABOUT THE AUTHOR

...view details