পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্যত্র নয়, এ রাজ‍্যেই শ্রমিকদের কর্মসংস্থানের দাবি কংগ্রেসের - পরিযায়ী শ্রমিক

রাজ্যের পরিযায়ী শ্রমিক সম্বলিত জেলাগুলিকে গরিব কল্যাণ রোজগার যোজনার আওতায় আনার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে ।

Hgfv
Ghjb

By

Published : Sep 17, 2020, 9:12 AM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : রাজ্যজুড়ে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল কংগ্রেস । ডিসি নর্থের অফিসের সামনে উত্তর কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় । ডেপুটেশন দেওয়া হয় । বাইরের রাজ্যে নয়, এ রাজ্যেই সরকারকে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে । গতকাল এই দাবি নিয়ে রাজ্যজুড়ে যুব কংগ্রেস, প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয় । লোকসভার অধিবেশন চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি তাই এখন দিল্লিতে রয়েছেন । তাঁরই নির্দেশে রাজ্যজুড়ে বুধবার প্রতিবাদ দিবস পালন করে কংগ্রেস ।

রাজ্যের পরিযায়ী শ্রমিক সম্বলিত জেলাগুলিকে গরিব কল্যাণ রোজগার যোজনার আওতায় আনার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে । সম্প্রতি পুরুলিয়া জেলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য আদালত নির্দেশ দিয়েছে । এই নির্দেশ দেখে উজ্জীবিত হয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার কংগ্রেস সভাপতিরা । কর্মসংস্থানহীন পরিযায়ী শ্রমিকদের প্রত্যেক মাসে উপযুক্ত খাদ্যদ্রব্য এবং আর্থিক সহায়তার দাবি জানানো হয়েছে ।

এ রাজ্যের শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে যাবে কেন ? প্রশ্ন তুলেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও । কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সুস্থ হওয়ার আগেই রুটি-রুজির তাগিদে অন্য রাজ্যে চলে যাচ্ছেন অনেক শ্রমিক । বহু শ্রমিক ইতিমধ্যেই অনাহারে থেকে মারা গিয়েছেন বলে দাবি করেন সুজন চক্রবর্তী । পরিযায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তিনিও ।

ABOUT THE AUTHOR

...view details