কলকাতা, 23 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগারদিঘী বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Sagardighi Bye Elections 2023) । আর তার আগেই একাধিক অভিযোগ নিয়ে নালিশ জানাতে নির্বাচন কমিশনের (ECI) দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস । তাদের অভিযোগ, সাগারদিঘিতে কংগ্রেস (Congress) প্রার্থী থেকে কংগ্রেস কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে শাসক দল । এই ক্ষেত্রে পুলিশ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দলদাসের ভূমিকা পালন করছে । বৃহস্পতিবার কংগ্রেসের প্রতিনিধিদল ডেপুটেশন জমা দেয় নির্বাচন কমিশনার আরিজ আফতাবের কাছে । কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চট্টোপাধ্যায়, অসিত মিত্র ও সৌম্য আইচ আসেন কমিশনে ।
সৌম্য আইচ বলেন, "সাগরদিঘী উপনির্বাচনের আর মাত্র বাকি কয়েক দিন ৷ কিন্তু ওই কেন্দ্রে কংগ্রেসকে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস হেনস্তা করার চেষ্টা চালাচ্ছে । আগে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে কংগ্রেস কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে এবং হেনস্তা করছে । শুধু তাই নয় পুলিশের একাংশ তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে ।’’