পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sagardighi Bye Elections 2023: সাগরদিঘীতে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নিয়ে কমিশনে কংগ্রেস - কমিশনে কংগ্রেস

আগামী 27 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Sagardighi Bye Elections 2023) নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস ৷ বৃহস্পতিবার কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করেন নির্বাচন কমিশনার আরিজ আফতাবের সঙ্গে ৷

Sagardighi Bye Elections 2023
Sagardighi Bye Elections 2023

By

Published : Feb 23, 2023, 7:11 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগারদিঘী বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Sagardighi Bye Elections 2023) । আর তার আগেই একাধিক অভিযোগ নিয়ে নালিশ জানাতে নির্বাচন কমিশনের (ECI) দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস । তাদের অভিযোগ, সাগারদিঘিতে কংগ্রেস (Congress) প্রার্থী থেকে কংগ্রেস কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে শাসক দল । এই ক্ষেত্রে পুলিশ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দলদাসের ভূমিকা পালন করছে । বৃহস্পতিবার কংগ্রেসের প্রতিনিধিদল ডেপুটেশন জমা দেয় নির্বাচন কমিশনার আরিজ আফতাবের কাছে । কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চট্টোপাধ্যায়, অসিত মিত্র ও সৌম্য আইচ আসেন কমিশনে ।

সৌম্য আইচ বলেন, "সাগরদিঘী উপনির্বাচনের আর মাত্র বাকি কয়েক দিন ৷ কিন্তু ওই কেন্দ্রে কংগ্রেসকে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস হেনস্তা করার চেষ্টা চালাচ্ছে । আগে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে কংগ্রেস কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে এবং হেনস্তা করছে । শুধু তাই নয় পুলিশের একাংশ তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে ।’’

নির্বাচন কমিশনে কংগ্রেসের প্রতিনিধি দল

তিনি আরও বলেন, ‘‘পুলিশকে দিয়ে আমাদের প্রার্থী বাইরন বিশ্বাসকে হেনস্থা করার পরিকল্পনা করা হচ্ছে । সম্প্রতি আমাদের প্রার্থী বাইরন বিশ্বাসের নামে একাধিক মিথ্যে মামলা সাজিয়ে সাঁকরাইল থানায় অভিযোগ জানিয়েছে । এর ফলে তাঁর সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে । আমাদের প্রার্থীর নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত । এভাবে উপনির্বাচনের আগে সাগরদিঘীর শান্তিপূর্ণ পরিস্থিতি নষ্ট করে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে ।"

এর পর তিনি বলেন, "তৃণমূল আসলে এভাবে সাগরদিঘীতে কংগ্রেসের জনপ্রিয়তা খর্ব করার চেষ্টা করছে । মিথ্যে মামলা এবং চক্রান্ত করে কিছুদিন আগে কংগ্রেসের সাইদুর রহমানের বিরুদ্ধে সাগরদিঘী থানায় অভিযোগ করা হয় । এর ফলে সাইদুর রহমানকে তাঁর বাড়ি পাটকেলডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় । এভাবে ওই কেন্দ্রের ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং প্রভাবিত করা হচ্ছে ।"

আরও পড়ুন:কংগ্রেস নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ

ABOUT THE AUTHOR

...view details