কলকাতা, ১১ মার্চ: 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Polls) হিংসার পুনরাবৃত্তি চাইছে না কংগ্রেস (Congress) । তারা আসন্ন 2023 এর পঞ্চায়েত ভোট সুষ্ঠু, সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে হোক ৷ তাই তারা মনে করে শান্তিপূর্ণ নির্বাচন করতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে । শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) কাছে এই দরবার করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । কারণ, রাজ্যের পুলিশ ও প্রশাসনের উপর কোনোরকম আস্থা নেই কংগ্রেসের ৷
তবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্য প্রশাসন সক্ষম নয়, এটাও অধীররা বলতে চাইছেন না । বরং ঘুরিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে প্রশাসনকে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ ভোটের বিশৃঙ্খলা ও বিরোধীদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধাদানের অভিযোগ তোলা হচ্ছে । 2013 সালের ভোটের সময় নির্বাচনের কমিশনের দায়িত্বে থাকা মীরা পাণ্ডের উদাহরণ টানছে কংগ্রেস ৷ তাদের বক্তব্য, একই রকমভাবে রাজ্য নির্বাচন কমিশন চাইলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সক্ষম ৷
শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করার পর অধীর রঞ্জন চৌধুরী বলেন, "আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে রাজ্যপালের কাছে কেন্দ্রীয় বাহিনী চাইলাম । কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানো যায়, তা সাগরদিঘি উপনির্বাচনে প্রমাণিত ।’’ তাই পঞ্চায়েতেও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটের দাবি তুলেছেন তিনি ৷ বলেছেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী থাকলে রাজ্যের শাসক দল বেশি উশৃঙ্খলতা বা শান্তিপূর্ণ নির্বাচন ভণ্ডুল করতে পারবে না ।"