কলকাতা, 1 ফেব্রুয়ারি : বিজেপি বলছে সোনার বাংলা গড়ার পথ দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাজেট রয়েছে তার প্রতিফলন ৷ যদিও বিরোধী দলের গলায় ভিন্ন সুর ৷ কংগ্রেস বলছে, কেন্দ্রীয় বাজেট মধ্যবিত্ত আমজনতার স্বার্থ বিরোধী। শুধুমাত্র নির্বাচনী চমক ৷ বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাজেট করা হয়েছে ৷ বাজেটের সমালোচনা করেছে সিপিআই(এম)-ও ৷ তাদের অভিযোগ একদিকে যখন ব্যাঙ্ক থেকে বিমা, এয়ারপোর্ট থেকে রেলওয়ে স্টেশনের মতো একাধিক পরিষেবার বেসরকারিকরণের জন্য উদ্যোগী কেন্দ্রের বিজেপি সরকার ৷ তখন দেশের স্বনির্ভরতার স্বার্থে নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের কথা ভেবেই নাকি এই বাজেট ! আসলে গরিব মানুষের সর্বনাশের বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার ৷
কেন্দ্রীয় বাজেট 2021 নিয়ে নিজেদের প্রতিকৃয়া জানাতে সাংবাদিক বৈঠক ডাকে বাম-কংগ্রেস ৷ সেই মতো সোমবার বেলা তিনটে নাগাদ বিধানসভায় যৌথ সংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ উভয়েই বৈঠকে বাজেট নিয়ে ক্ষোভ উগড়ে দেন ৷ কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, "কেন্দ্রীয় বাজেট 2021পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছি। আমজনতা বিরোধী এই বাজেট। নির্বাচনের দিকে তাকিয়ে বাজেট করা হয়েছে। সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্তদের স্বার্থবিরোধী এই বাজেট।" তিনি আরও বলেন, "চাকরি, কর্মসংস্থানের কোনও উল্লেখ নেই ৷ কেবল কর্পোরেট সংস্থার সুযোগ-সুবিধার কথাই বলা হল এই বাজেটে। কেন্দ্রীয় বাজেট মরার উপর খাঁড়ার ঘা দেওয়ার সমান ৷"
আরও পড়ুন : সোনার বাংলার পথ দেখালেন প্রধানমন্ত্রী: বিজয়বর্গীয়