পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"সর্বনাশের বাজেট", তৃণমূলের সঙ্গে সুর মিলিয়ে সরব বাম-কংগ্রেস - Mamata banerjee criticize Union budget 2021

কেন্দ্রীয় বাজেট 2021 নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে সাংবাদিক বৈঠক ডাকে বাম-কংগ্রেস ৷ যৌথ সংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ তাঁদের মতে গরিব মানুষের স্বার্থবিরোধী সর্বনাশের বাজেট করেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷

কেন্দ্রীয় বাজেটের সমালোচনা
কেন্দ্রীয় বাজেটের সমালোচনা

By

Published : Feb 2, 2021, 6:55 AM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি : বিজেপি বলছে সোনার বাংলা গড়ার পথ দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাজেট রয়েছে তার প্রতিফলন ৷ যদিও বিরোধী দলের গলায় ভিন্ন সুর ৷ কংগ্রেস বলছে, কেন্দ্রীয় বাজেট মধ্যবিত্ত আমজনতার স্বার্থ বিরোধী। শুধুমাত্র নির্বাচনী চমক ৷ বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাজেট করা হয়েছে ৷ বাজেটের সমালোচনা করেছে সিপিআই(এম)-ও ৷ তাদের অভিযোগ একদিকে যখন ব্যাঙ্ক থেকে বিমা, এয়ারপোর্ট থেকে রেলওয়ে স্টেশনের মতো একাধিক পরিষেবার বেসরকারিকরণের জন্য উদ্যোগী কেন্দ্রের বিজেপি সরকার ৷ তখন দেশের স্বনির্ভরতার স্বার্থে নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের কথা ভেবেই নাকি এই বাজেট ! আসলে গরিব মানুষের সর্বনাশের বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার ৷

কেন্দ্রীয় বাজেট 2021 নিয়ে নিজেদের প্রতিকৃয়া জানাতে সাংবাদিক বৈঠক ডাকে বাম-কংগ্রেস ৷ সেই মতো সোমবার বেলা তিনটে নাগাদ বিধানসভায় যৌথ সংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ উভয়েই বৈঠকে বাজেট নিয়ে ক্ষোভ উগড়ে দেন ৷ কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, "কেন্দ্রীয় বাজেট 2021পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছি। আমজনতা বিরোধী এই বাজেট। নির্বাচনের দিকে তাকিয়ে বাজেট করা হয়েছে। সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্তদের স্বার্থবিরোধী এই বাজেট।" তিনি আরও বলেন, "চাকরি, কর্মসংস্থানের কোনও উল্লেখ নেই ৷ কেবল কর্পোরেট সংস্থার সুযোগ-সুবিধার কথাই বলা হল এই বাজেটে। কেন্দ্রীয় বাজেট মরার উপর খাঁড়ার ঘা দেওয়ার সমান ৷"

আরও পড়ুন : সোনার বাংলার পথ দেখালেন প্রধানমন্ত্রী: বিজয়বর্গীয়

একদিকে যখন এই বাজেটতে কর্পোরেট সংস্থার বলে কটাক্ষ করছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ৷ তখন অপরদিকে গরিব মানুষের সর্বনাশের বাজেট বলে সমালোচনা করেন বামনেতা দলনেতা সুজন চক্রবর্তী ৷ বলেন, "গরিব মানুষের সর্বনাশের বাজেট পেশ করল কেন্দ্রীয় সরকার । যেখানে 1 লাখ 75 হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি বিক্রির কথা বলা হয়েছে । এর থেকে বোঝাই যাচ্ছে পাবলিক সেক্টরগুলি বিক্রি হয়ে যাবে । ব্যাঙ্ক, বিমা, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশনে-সহ বিদ্যুৎ সরঞ্জামের পরিকাঠামো বেসরকারি হাতে চলে যাবে। এক কথায় আজকের বাজেট হতাশার বাজেট।"

আরও পড়ুন : ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, কেন্দ্রকে আক্রমণ মমতার

বাজেট নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছে রাজ্যের শাসকদলও ৷ বাজেট অধিবেশন শেষের কিছু পরই শিলিগুড়িতে উত্তরবঙ্গ সফর কর্মসূচী থেকে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় বাজেটকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন "ভেকধারী সরকারের ফেকধারী বাজেট ৷" তিনি আরও বলেন, "এরা সব বিক্রি করে দেবে । এই করে এক দিন গোটা দেশকেই বিক্রি করে দেবে । ব্যাঙ্ক, বিমা, রেল, বিমান-সব বেচে দেবে এই কেন্দ্রীয় সরকার ৷ আমরা যে রাস্তা আগেই করে দিয়েছি, উনি ভোটের সময় সেই রাস্তা করতে এসেছেন ৷ আমাদের দরকার নেই ৷ পশ্চিমবঙ্গের সব রাস্তা আমি করে দেব ৷ সেই টাকা দিল্লিতে আন্দোলনরত কৃষকদের দিন ৷"

ABOUT THE AUTHOR

...view details