পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

National Youth Congress: লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল, রাজ্যজুড়ে দেড় লক্ষেরও বেশি ছাত্র-যুব সদস্য সংগ্রহ কংগ্রেসের

তবে কি রাজ্যে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস(National Youth Congress)? দেড় লক্ষেরও বেশি সদস্য সংগ্রহ কীসের ইঙ্গিত দিচ্ছে ? তবে ইঙ্গিত যাই হোক, এই ঘটনা যে কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকদের মনে অক্সিজেন জোগাবে তা বলাই বাহুল্য ৷

National Youth Congress
পশ্চিমবঙ্গ কংগ্রেস

By

Published : Jul 6, 2022, 9:56 PM IST

Updated : Jul 6, 2022, 10:35 PM IST

কলকাতা, 6 জুলাই: বিধানসভা ও পৌর নির্বাচনে ফিরতে হয়েছে খালি হাতে । বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে । এই রকম পরিস্থিতিতে সদস্য সংগ্রহ অভিযানে নেমে চূড়ান্ত ব্যর্থ হয় প্রদেশ কংগ্রেস । 10 লক্ষের টার্গেট অর্ধেকও পূরণ করতে পারেনি 'গ্র্যান্ড ওল্ড পার্টি' । কিন্তু, যুব সদস্যের ক্ষেত্রে চিত্রটা উলটো । এক্ষেত্রে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেল । যা নিয়ে উচ্ছসিত প্রদেশ কংগ্রেস ।

সূত্রের খবর, প্রায় এক মাস সাত দিন ধরে চলা রাজ্যজুড়ে ছাত্র-যুব সদস্য সংগ্রহ অভিযানে 1 লক্ষ 60 হাজার আবেদন জমা পড়েছে(Congress collects more than one and half lakh student youth members across west bengal)। 1 লক্ষ 55 হাজারের বেশি সদস্য ছাত্র-যুব ফি বাবদ 50 টাকা করে জমাও দিয়েছে । আগামীতে রাজ্যস্তরে সভাপতি, সম্পাদক ইত্যাদি পদে নেতা নির্বাচন হবে । মাস দেড়, দুয়েকের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে ।

আরও পড়ুন :যুবসমাজের স্বপ্নভঙ্গ বিজেপি'র, অগ্নিপথ নিয়ে তোপ রাহুলের
মে মাসের শেষ সপ্তাহে কংগ্রেস ছাত্র-যুব সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় । জুন মাসের শেষ সপ্তাহে তা শেষ হওয়ার কথা ছিল । কিন্তু বিভিন্ন কারণে জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত অভিযান চলে । 3 তারিখ পর্যন্ত টাকা জমার শেষ দিন ছিল । তাতে বিপুল সাফল্য । এর আগে 2018-তে অর্থাৎ চার বছর আগে যুব সদস্য সংগ্রহ অভিযান চালায় প্রদেশ কংগ্রেস । তাতে মাত্র 50 হাজারের মতো সদস্য সংগ্রহ করা যায় । কিন্তু, তার থেকে তিনগুণ সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে এবার । যদিও গোটা প্রক্রিয়াটা অনলাইনে হয়েছে ।

মূলত, 2024-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামে কংগ্রেস । বাংলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রাও স্থির করে দিয়েছিল হাইকমান্ড । এরপর শুরু হয় যুব সদস্য সংগ্রহ অভিযান । তাতে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাওয়ার পিছনে রাজ্য, কেন্দ্র উভয় সরকারের জনবিরোধী নীতি, দুর্নীতি ও বেকারত্ব কাজ করছে বলে দাবি প্রদেশ কংগ্রেসের যুব সভাপতি পদপ্রার্থী সৌরভ প্রসাদের । তিনি বলেন, "রাহুল গান্ধি যা কথা দিয়েছেন প্রতিটি কথায় রেখেছেন । কিন্তু, কেন্দ্র রাজ্য উভয় সরকার ভাঁওতাবাজি করে গিয়েছে । তাই, আজকের যুব সমাজ বিকল্প হিসাবে কংগ্রেসকেই বেছে নিচ্ছে ।"

আরও পড়ুন :প্রয়াত কংগ্রেস নেতার তৈরি পার্কের নাম বদল রেলের, আন্দোলনে ছাত্র ও যুব কংগ্রেস

Last Updated : Jul 6, 2022, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details