পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021 : নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন আক্রান্ত কংগ্রেস প্রার্থীর - রবি সাহা নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে

সোমবার রাতে উত্তর কলকাতার গোয়াবাগানের 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে তাঁর বাড়ির সামনেই বেধড়ক মারধর করা হয় ৷ এবার নিরাপত্তার জন্য আদালতের দ্বারস্থ হলেন তিনি (Congress Candidate allegedly beaten by TMC appeals for security in Calcutta High Court) ৷

KMC Election 2021
16 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী

By

Published : Dec 21, 2021, 11:36 AM IST

Updated : Dec 21, 2021, 11:49 AM IST

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের দিন অর্থাৎ 19 ডিসেম্বর 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে নগ্ন করে নৃশংসভাবে মারধর করা হয় । এবার তাঁর নিরাপত্তার আবেদন জানিয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী কৌস্তভ বাগচী ৷ (Congress Candidate allegedly beaten by TMC appeals for security in Calcutta High Court)

ইতিমধ্যে এই মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহার আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মোবাইল থেকে সেই ভিডিয়োয় মারধরের দৃশ্য দেখানোর চেষ্টা করেন ৷ ছবি দেখিয়ে এখনই পুলিশি নিরাপত্তার জন্য আন্তরিক আবেদন জানান আইনজীবী । ভিডিয়ো দেখে আদালত কংগ্রেস প্রার্থী রবি সাহার আইনজীবীকে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে । কিন্তু শুনানি না করে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ।

আরও পড়ুন : KMC Election 2021 : বিবস্ত্র করে রাস্তায় ফেলে মার কংগ্রেস প্রার্থীকে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রবিবার রাতে কংগ্রেস প্রার্থী রবি সাহা লোহাপট্টি এলাকার একটি দোকানে যাচ্ছিলেন । অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে ঘিরে ধরে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে । তারপর কংগ্রেস প্রার্থীকে মাটিতে ফেলে বিবস্ত্র করে তাঁকে মারা হয় । পরে তিনি হাসপাতালে ভর্তি হন ।

থানায় অভিযোগ করেন রবি সাহা । কিন্তু তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেনি পুলিশ । উল্লেখ্য, রবিবারের কলকাতা পুরভোটে শাসক দলের সন্ত্রাসের অভিযোগে গতকালই দু'টি মামলা দায়ের করেছে বিজেপি ও সিপিএম শিবির । আগামী 23 ডিসেম্বর সেই মামলাগুলির শুনানি করা হবে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

Last Updated : Dec 21, 2021, 11:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details