কলকাতা, 9 ডিসেম্বর: ঝালদা পৌরসভা নিয়ে ফের আদালতের দ্বারস্থ কংগ্রেস। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কংগ্রেস । জেলাশাসককে পৌরসভার মাথায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল কংগ্রেস (Congress Approach to Division Bench of HC) ।
গত 5 ডিসেম্বর রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা । তার বদলে জেলাশাসককে (DM) পৌরসভার দ্বায়িত্ব সামলাতে নির্দেশ দিয়েছিল আদালত । সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেসের আইনজীবীরা। মামলা দায়ের করার অনুমতি চায় কংগ্রেস । মামলা দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট । আগামী সোমবার সেই মামলার শুনানির সম্ভাবনা।