পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda Municipality: ঝালদা পৌরসভা নিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কংগ্রেস - তৃণমূলের পৌরপ্রধান

ঝালদা পৌরসভা (Jhalda Municipality) নিয়ে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল কংগ্রেস ৷ জেলাশাসককে পৌরসভার মাথায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এবার কংগ্রেস। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেসের আইনজীবীরা (Congress Approach to Division Bench of HC) । মামলা দায়েরের অনুমতি দিল হাইকোর্ট। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা।

Jhalda Municipality
ঝালদা পৌরসভা নিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কংগ্রেস নেতৃত্ব

By

Published : Dec 9, 2022, 4:28 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: ঝালদা পৌরসভা নিয়ে ফের আদালতের দ্বারস্থ কংগ্রেস। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কংগ্রেস । জেলাশাসককে পৌরসভার মাথায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল কংগ্রেস (Congress Approach to Division Bench of HC) ।

গত 5 ডিসেম্বর রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা । তার বদলে জেলাশাসককে (DM) পৌরসভার দ্বায়িত্ব সামলাতে নির্দেশ দিয়েছিল আদালত । সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেসের আইনজীবীরা। মামলা দায়ের করার অনুমতি চায় কংগ্রেস । মামলা দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট । আগামী সোমবার সেই মামলার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন:ঝালদা পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) 21 নভেম্বর আস্থাভোটে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ৷ 12টি আসনের মধ্যে তাদের দাবি অনুযায়ী, দখলে যায় 7টি আসন । ফলে অপসারিত হন তৃণমূলের পৌরপ্রধান সুরেশ আগরওয়াল । তারপর রাজ্যের শাসক দল ও কংগ্রেসের মধ্যে বিস্তর দড়ি টানাটানি হয় । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপালকে পর্যন্ত চিঠি লিখে বিষয়টি জানান । পরে হাইকোর্টের দ্বারস্থ হলে 5 ডিসেম্বর কলকাতা হাইকোর্ট ঝালদা পৌরসভা নিয়ে স্থগিতাদেশ জারি করে এবং পুরুলিয়ার জেলাশাসকই (DM of Purulia) আপাতত পৌরসভার দায়িত্ব সামলাবেন বলে নির্দেশে জানানো হয়।

ABOUT THE AUTHOR

...view details