কলকাতা, 20 অগাস্ট : টানা চার ঘণ্টার বৈঠক ৷ রুদ্ধদ্বার বৈঠকের বাইরে বহু মানুষের অপেক্ষা । কিন্তু পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন তা নির্ধারণ করা গেল না ৷ প্রদেশ কংগ্রেসের নেতারা আসতে পারলেন না সিদ্ধান্তে ৷ সভাপতি নির্বাচনে মতানৈক্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছোল । তবে যা খবর, কোনও সুপারিশ ছাড়া প্রদীপ ভট্টাচার্যের প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়া মুশকিল । নাম উল্লেখ না করে কেউ কেউ আজকের বৈঠকে দাবি করলেন, একবার যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন তাঁকে আর না করাই শ্রেয় ।
আজকের সরগরম বৈঠকে উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকার-সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব । দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পুরুলিয়া থেকে আসতে পারেননি বিধানসভায় কংগ্রেসের ডেপুটি লিডার নেপাল মাহাত । আসেননি রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানও । বৈঠকে 6 জন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, অধীর রঞ্জন চৌধুরী ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হতে চান । অপেক্ষা শুধু AICC-র ৷ একবার প্রস্তাব দিলেই, অধীর চৌধুরির সম্মতি জানাবেন বলে মনে করেন কংগ্রেসের মায়া ঘোষ । তবে প্রত্যেকেই আজ বৈঠকে জানিয়েছেন "নতুন মুখ" প্রদেশ কংগ্রেস সভাপতি হোক । বিধানসভার মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর নামও আজকের আলোচনায় উঠে আসে । যদিও আপত্তি জানিয়েছেন অনেকেই । তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অসহিষ্ণু । খুব দক্ষ সংগঠক নন ৷ তাঁর দ্বারা প্রদেশ কংগ্রেস চালানো সম্ভব নয় । লোকসভাতে বহরমপুর থেকে অধীর চৌধুরী এক লাখ কুড়ি হাজার ভোটে লিড পান । মনোজ চক্রবর্তী দাঁড়ালে তা 30 হাজারের কমে চলে যাবে বলে মন্তব্য করেন অনেকেই ।